Advertisement
Advertisement
DriveBlaze 2024

DriveBlaze ২০২৪, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের মেগা টেক ইভেন্ট

কী কী থাকছে এই ইভেন্টে?

Mega Tech Event DriveBlaze 2024 Of UEM
Published by: Kishore Ghosh
  • Posted:September 28, 2024 8:11 pm
  • Updated:September 28, 2024 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM) নিউটাউন ক্যাম্পাস, কলকাতার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM) মেগা টেক ইভেন্ট DriveBlaze ২০২৪। ২৮ এবং ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হচ্ছে UEM ক্যাম্পাসের এই ইভেন্টের। Geeks for Geeks Student Chapter-এর সহযোগিতায় আয়োজিত হচ্ছে DriveBlaze ২০২৪। কী কী থাকছে এই ইভেন্টে?

এই ইভেন্টের প্রধান লক্ষ্য প্রযুক্তি বিশ্বের উদযাপন। থাকছে হ্যাকাথন (Hackathon), কোডিং প্রতিযোগিতা (Coding Contests), টেক টকস (Tech talks) এবং আরও অনেক কিছু। পড়ুয়াদের উদ্ভাবনী শক্তিতে উৎসাহ দেওয়া এই ইভেন্টের অন্যতম উদ্দেশ্য। অত্যাধুনিক প্রযুক্তি, সাম্প্রতিক প্রযুক্তিগত পরিবর্তন, তাদের প্রভাব এবং অন্যান্য চ্যালেঞ্জগুলির সঙ্গে পরিচয় করানো হচ্ছে ছাত্রদের। প্রযুক্তি নিয়ে যারা উৎসাহী, তাঁদের অনুপ্রাণিত করাও লক্ষ্য।

Advertisement

DriveBlaze ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন UEM-এর ভাইস চান্সেলার অধ্যাপক (ড.) সজল দাশগুপ্ত, প্রো-ভাইস চান্সেলার অধ্যাপক (ড.) সত্যজিৎ চক্রবর্তী এবং UEMK-এর IQAC Cell ডিরেক্টর অধ্যাপক (ড.) রাজশ্রী পাল। আরও ছিলেন IEMLABS-এর চিফ অপরেটিং অফিসার সৌভিক সিন্হা এবং Skill Academia and Media in Minutes-র CEO অভিপ্সু গোস্বামী।

DriveBlaze ২০২৪-এর অনুষ্ঠানগুলি:

1.HackSynthesis: A 30-hour Hackathon
2.Tech Talks
3.Tech Titan Takedown: A Cybersecurity Contest
4.Script Grid: Online Coding Contest
5.Orion: Web-dev Challenge
6.Stack D: Workshop on Full Stack Development
7.Yukti Yagna: A TechBiz Quiz Competition
8.Corporate Exhibition
9.Tech Photography Contest

উপরে উল্লেখ করা ইভেন্টগুলিতে অংশ নিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, হেরিটেজ ইন্সটিউটি অফ টেকনোলজি, RCCIIT-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০-র বেশি ছাত্রছাত্রীরা। ইভেন্টে “চলচ্চিত্র জংশন” নামের একটি বিশেষ আকর্ষণ রয়েছে। যেখানে থাকছেন টিভি শো এবং সিনেমা জগতের ব্যক্তিত্বরা। যেমন তিথি বসু, ঋতব্রত মুখোপাধ্যায়, শতাক্ষী নন্দী, সুদীপ মুখোপাধ্যায়, তনিকা বসু প্রমুখ। অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছেন তাঁরা। অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে “DriveBlaze ২০২৪” ম্যাগাজিন। দুর্দান্ত এই ইভেন্ট সফল হচ্ছে ছাত্র এবং ফ্যাকাল্টি সদস্যদের কঠোর পরিশ্রমের কারণেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement