Advertisement
Advertisement

ভারতীয় রেলে প্রথমবার অনলাইনে হবে কর্মী নিয়োগের পরীক্ষা

জানেন, কেমন করে অনলাইনে পরীক্ষা দেবেন?

Railway board to conduct exams online
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2018 7:01 pm
  • Updated:July 23, 2018 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলে প্রথমবার কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য পরীক্ষা হবে ৯ আগস্ট। শূন্যপদ ২৬ হাজার ৫০২। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৭.৫৬ লক্ষ। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য এ মাসের ২৬ তারিখ মক লিংক কার্যকর করা হবে। পরীক্ষার চারদিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করা যাবে।

[এশিয়াটিক সোসাইটিতে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ]

রেলের পক্ষ থেকে এক নোটিসে জানানো হয়েছে, ‘‘আরআরবি-র ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের শহর, তারিখ ও সময় জানতে পারবেন। এছাড়া ই-কল লেটারও ডাউনলোড করা যাবে। তফশিলী জাতি ও উপজাতির পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে বিনামূল্যে যাতায়াতের পাশও ডাউনলোড করতে পারবেন। সাধারণ পরীক্ষার্থীদের জন্য এক ঘণ্টা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৮০ মিনিটের পরীক্ষা হবে। ৭৫টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে ১/৩ নেগেটিভ মার্কিং থাকবে।’’

Advertisement

[২০১৯-এর আগে ফের আড়াই লক্ষ চাকরির প্রতিশ্রুতি মোদির]

রেলবোর্ডের তথ্য ও প্রচার বিভাগের তরফে পরীক্ষার্থীদের সতর্ক করা হয়েছে৷ রেলের তরফে সব পরীক্ষার্থীকেই নিয়োগ সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য আরআরবি-র ওয়েবসাইট দেখার আবেদন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মেসেজগুলি ছড়িয়ে পড়ছে, তার ফাঁদে পা না দেওয়ার কথাও বলা হয়েছে পরীক্ষার্থীদের। এছাড়াও দালাল ও চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র থেকে সাবধান থাকারও অনুরোধ জানানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা শুধু মেধার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করি। আরআরবি-র ওয়েবসাইটে বাছাই করা প্রার্থীদের নাম দেওয়া হবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement