Advertisement
Advertisement

Breaking News

ফের কর্মী নিয়োগ করবে SBI, আবেদনের নিয়ম জানেন তো?

আগামী ২৪ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন৷

Specialist Cadre Officer Jobs in SBI
Published by: Sayani Sen
  • Posted:March 7, 2019 9:06 pm
  • Updated:March 7, 2019 9:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর৷ ফ্যাকাল্টি (এক্সিকিউটিভ এডুকেশন, মার্কেটিং, ক্রেডিট/রিস্ক ম্যানেজমেন্ট/ইন্টারন্যাশনাল ব্যাংকিং) এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া৷ আপাতত দুই অথবা তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে৷ আগামী ২৪ মার্চের মধ্যেই https://www.sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই করা যাবে আবেদন৷

ফ্যাকাল্টি(এক্সিকিউটিভ এডুকেশন)
শূন্যপদ: ৩টি
আবেদনকারীর যোগ্যতা: এই শূন্যপদে আবেদনের জন্য ৫৫ শতাংশ নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷
আবেদনকারীর অভিজ্ঞতা: এই শূন্যপদে আবেদনের জন্য ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
বেতন: নির্বাচিত আবেদনকারীরা বছরে ২৫ লক্ষ টাকা থেকে ৪০ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন৷

ফ্যাকাল্টি(মার্কেটিং)
শূন্যপদ: ২টি
আবেদনকারীর যোগ্যতা: ৫৫ শতাংশ নম্বর পেয়ে এমবিএ পাশ করা থাকলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে৷ 
আবেদনকারীর অভিজ্ঞতা: এই শূন্যপদে আবেদনের জন্য যেকোনও ব্যাংকে কাজের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷ 
বেতন: নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচিত প্রার্থী বছরে ২৫ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা বেতন পাবেন৷

Advertisement

[প্রচুর কর্মী নিয়োগ করবে এলআইসি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

ফ্যাকাল্টি(ক্রেডিট/রিস্ক ম্যানেজমেন্ট/ইন্টারন্যাশনাল ব্যাংকিং)
শূন্যপদ: ২টি
আবেদনকারীর যোগ্যতা: এই শূন্যপদে আবেদনের জন্য যেকোনও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই চলবে৷
আবেদনকারীর অভিজ্ঞতা: ব্যাংকিং সেক্টরে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
বেতন: নির্বাচিত আবেদনকারীরা বছরে বেতন হিসাবে ২৫ লক্ষ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পাবেন৷

Advertisement

মার্কেটিং এক্সিকিউটিভ
শূন্যপদ: ১টি
আবেদনকারীর যোগ্যতা: এমবিএ অথবা ৫৫ শতাংশ নম্বর পেয়ে মার্কেটিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর অভিজ্ঞতা: যেকোন সংস্থায় মার্কেটিং বিভাগে কাজের ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
বেতন: নির্বাচিত আবেদনকারীরা বছরে ২৫ লক্ষ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পাবেন৷

[উচ্চমাধ্যমিক পাশ হলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?]

আবেদনকারীর বয়সসীমা:
উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদনের জন্য ন্যূনতম ২৮ বছর বয়সি হতেই হবে৷ ১ এপ্রিল, ২০১৮ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত এই শূন্যপদগুলিতে আবেদন করা যাবে৷ নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷ অন্যান্য অনগ্রসর প্রার্থী ৩ বছরের ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি:
আগামী ২৪ মার্চের মধ্যেই https://www.sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই করা যাবে আবেদন৷ ইচ্ছুক প্রার্থী যদিও সাধারণ (জেনারেল) হন তবে তাঁকে ব্যাংকে ৬০০ টাকা আবেদনের ফি হিসাবে জমা দিতে হবে৷ তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ব্যাংকে ১০০ টাকা জমা দিয়ে একটি রসিদ সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন, ওই রসিদটি কিন্তু আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ