Advertisement
Advertisement

Breaking News

করোনা

করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছুঁইছুঁই, স্পেনকে টপকে পঞ্চম স্থানে ভারত

দেশে মৃতের সংখ্য়া ছাড়িয়েছে সাড়ে ছ'হাজার।

India overtakes Spain and becomes fifth worst-hit nation in corona tally
Published by: Sayani Sen
  • Posted:June 6, 2020 8:31 am
  • Updated:June 6, 2020 11:02 pm

দেশে লকডাউন অনেকটাই শিথিল। চলছে আনলক ওয়ান। এই মুর্হূতে হু হু করে বাড়ছে সংক্রমণ। ভারতে আক্রান্তের সংখ্যা  ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪২ জনের।পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭,৭৩৮ জন। মৃতের সংখ্যা ৩১১। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট: 

রাত ১০.৪০: করোনা আক্রান্তের সংখ্যায় স্পেনকে টপকে গেল ভারত। বিশ্বে এখন ভারতের স্থান পঞ্চম। 

Advertisement

রাত ৮.৩০: করোনায় আক্রান্তদের মৃতদেহ উপযুক্ত স্থানে ৩০ মিনিট রাখতে হবে। সেখানেই পরিবারের তরফে জানানো যাবে শেষ শ্রদ্ধা।

Advertisement

সন্ধ্যে ৭.৩৫: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের।

সন্ধ্যা ৭.৩০: ৮ জুন থেকে খুলবে সমস্ত হোটেল, রেস্তরাঁ। নির্দেশ রাজস্থান সরকারের।

সন্ধ্যা ৭.২০: ৮ জুন থেকে খুলবে সমস্ত ধর্মস্থান। তবে ধর্মীয় কোনও কারণে ভিড় করা যাবে না। ঘোষণা হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার।

বিকেল ৬.৪০: ৯ জুন খুলবে লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল গার্ডেন। শুরু প্রস্তুতি।

বিকেল ৬.২০: গত ২৪ ঘন্টায় নতুন করে মেদিনীপুরে তিনজনের শরীরে করোনার সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে একজন গড়বেতার এক লোধা অধ্যুষিত গ্রামের বাসিন্দা। বাকী দু’জনের বাড়ী দাসপুরে। সকলেই পরিযায়ী শ্রমিক। তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি ছিলেন। এদিনই করোনাকে জয় করে মেছোগ্রামের বড়মা হাসপাতাল থেকে ১০ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

বিকেল ৫.২৩: আগামী ৮ জুন থেকে খুলবে দিল্লির জামা মসজিদ। চলছে জোর প্রস্তুতি।

বিকেল ৫.১৬: আরও ৩ জন ITBP’র শরীরে করোনা সংক্রমণ।  

বিকেল ৪.৩৩: নেপালে নতুন করে আক্রান্ত ৩২৩ জন।

বিকেল ৪: “সবাইকে জামাই আদরে রাখা অসম্ভব”, কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য শতাব্দী রায়ের। 

বেলা ৩.৪৫: দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২৬ হাজারের গণ্ডি। 

বেলা ৩.১২: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত আরও ৩১ জন।

বেলা ১.৫৭: বিহারে নতুন করে করোনা আক্রান্ত আরও ১৪৭ জন। 

বেলা ১.৫৩: পাঞ্জাবে ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ধর্মস্থানগুলির দরজা। 

বেলা ১২.৪৭: করোনা আক্রান্তদের ফেরালে রেয়াত নয়, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

বেলা ১২.১৫: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপসর্গহীন এবং সামান্য উপসর্গযুক্ত রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল্লি স্বাস্থ্যদপ্তরের।  

বেলা ১২.১১: আলিপুর আদালতে করোনা আক্রান্ত ২ বিচারক।

সকাল ১১.৫৩: মণিপুরে নতুন করে ১১ জনের শরীরে করোনা সংক্রমণ।

সকাল ১১.৪৩: ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৮ জন।

সকাল ১০.০২: ইডির ৫ আধিকারিক করোনা আক্রান্ত। সুরক্ষার স্বার্থে সিল করা হল দিল্লির খান মার্কেটের লোক নায়ক ভবনে এনফোর্স ডিরেক্টরেটের সদর দপ্তর।

সকাল ৯.১৪: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৮৮৭ জন। মৃত্যু হয়েছে ২৯৪ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। বিশ্বের কোভিড তালিকায় ইটালিকে টপকে ৬ নম্বরে ভারত।

সকাল ৮.৪৪: আগামী ২০-২৩ জুন উত্তরাখণ্ডে হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা।

সকাল ৮.১৪: ৮ জুন থেকে খুলবে শপিং মল। তার আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদের শপিং মলে চলছে স্যানিটাইজেশনের কাজ।

সকাল ৬.৩৪: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত ১০০৫ জন।

সকাল ৬.০৭: কোয়েম্বাটুরে চলছে রেস্তরাঁ খোলার প্রস্তুতি। দূরত্ব বজায় রাখতে ৫০ শতাংশ আসন ব্যবহার করা হবে বলেই জানিয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ