Advertisement
Advertisement

Breaking News

নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট, গ্রেপ্তার ২

ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলেই দাবি অভিযোগকারীদের৷

2 held for trolling Nusrat
Published by: Sayani Sen
  • Posted:March 16, 2019 12:54 pm
  • Updated:March 16, 2019 1:30 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা৷ এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানকে নিয়ে অশ্লীল পোস্ট করে বিপাকে দুই যুবক৷ দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ৷ চাঁদপাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকেও৷

[নির্বাচনের আগে বাঁকুড়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার ১]

গত মঙ্গলবারই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসকদল৷ প্রার্থী হিসাবে দলনেত্রী বেছে নিয়েছেন টলিউডের একঝাঁক তারকাকে৷ মুনমুন সেন, দেবের পর সেই তালিকায় নবতম সংযোজন মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান৷ যাদবপুর থেকে মিমি এবং বসিরহাটে তৃণমূলের হয়ে ভোটযুদ্ধে লড়ছেন নুসরত৷ প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার দুই অভিনেত্রী৷ এহেন কুরুচিকর পোস্ট করেই পুলিশের জালে তারা৷ শুক্রবার রাতে তন্ময় বালা নামে এক যুবক ফেসবুকে নুসরতের বেশ কয়েকটি ছবি পোস্ট করে৷ সঙ্গে সে লেখে, এবার সাধারণ মানুষ বাড়িতে বসেই পরিষেবা পাবেন৷ এই পোস্টটি কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়৷ বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘুরতে শুরু করে৷ নজরে আসে উত্তম ঢালি নামে এক ব্যক্তির৷ তিনি ওই কুরুচিকর পোস্টটির জন্য তন্ময় বালার বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন৷ সঙ্গে প্রমাণ হিসাবে তার পোস্টটিও পুলিশকে দেখান উত্তম৷ এরপরই পুলিশ চাঁদপাড়া থেকে তন্ময়কে গ্রেপ্তার করে৷

Advertisement

ARREST

Advertisement

[পার্কিং নিয়ে বিয়েবাড়িতে বচসা, গুলিতে মৃত বালক]

উত্তমের দাবি, ‘‘তন্ময় বিজেপি কর্মী৷ দলের শীর্ষনেতাদের মদতেই নাকি এহেন পোস্ট করেছে সে৷’’ গাইঘাটা ব্লক তৃণমূল নেতা গোবিন্দ দাস এই ঘটনার কড়া সমালোচনা করেছেন৷ যে বা যারা এই ধরনের কুরুচিকর কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যককে গ্রেপ্তার করা উচিত বলেই জানিয়েছেন৷

প্রায় একই অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থেকেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতের নাম শুভেন্দু চক্রবর্তী৷ বিজেপির আইটি সেলের আহ্বায়ক সে৷ হোয়াটসঅ্যাপ গ্রুপে নুসরতকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করে৷ ওই পোস্টের জেরেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে৷ 

SUBHENDU

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ