সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসের খরা কাটাতে পারেনি। অনেকেরই আশা ছিল হয়তো ‘সিতারে জমিন পর’ সেই খামতি দূর করবে। আমির ম্যাজিকে ফের ফুলে ফেঁপে উঠবে বক্স অফিস। কিন্তু তা আর হচ্ছে কই? প্রি বুকিংয়েও নাকি সেভাবে ব্যবসা করতে পারছে না আমিরের নতুন ছবি। তবে কি শুরুতেই মুখ থুবড়ে পড়ল নয়া ছবি, সিনেদুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনই নানা কানাঘুষো।
বিশেষজ্ঞদের মতে, অনেকে আশা করেছিলেন প্রি বুকিংয়েই হয়তো ১০-১১ কোটি টাকা আয় করবে ‘সিতারে জমিন পর’। তবে সূত্রের খবর, ৫-৬ কোটির গণ্ডি নাকি পার করতে পারছে না আমিরের নয়া ছবি। তথ্য বলছে, ‘লাল সিং চাড্ডা’র থেকেও কম ব্যবসা করছে ছবিটি। কারণ, গত ২০২২ সালের আগস্টে ‘লাল সিং চাড্ডা’ প্রি বুকিংয়ে ১১.৭০ কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল। কিন্তু ‘সিতারে জমিন পর’ ছবির ক্ষেত্রে তা অর্ধেকেরও কম। এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাউসফুল ৫’ ছবিটি আয় করেছে ১০.০৫ কোটি টাকা। আমিরের নয়া ছবি তৈরিতে খরচ পড়েছে ৮০ কোটি টাকা। তাই আয় কমপক্ষে ১০০ কোটি টাকা না হলে বক্স অফিসের খরা কাটানো বেশ কঠিন বলেই মত বক্স অফিস বিশেষজ্ঞদের।
বলিউড সূত্রে খবর, এই ছবিটি আমাজন প্রাইমের মতো জনপ্রিয় ওটিটি মাধ্যমে মুক্তির প্রস্তাব পেয়েছিলেন আমির। ১২০ কোটি টাকা তাতে আয় করতে পারত ছবিটি। অথচ সেই প্রস্তাবে সায় দেননি অভিনেতা। পরিবর্তে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে অনেকটা ‘হাতের লক্ষ্মী পায়ের ঠ্যালা’র মতো বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আর এস প্রসন্নর ছবিতে আমির খানকে বাস্কেটবল কোচ হিসাবে দেখা গিয়েছে। যিনি বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে একটি টিম গড়ে প্রতিযোগিতার ময়দানে নামেন। এই ছবিতে আমিরের পাশাপাশি দেখা যাবে জেনেলিয়া ডি’সুজাকে। এছাড়া ১০জন বিশেষ ক্ষমতাসম্পন্ন অভিনেতাদেরও দেখা যাবে। শুরু থেকে এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। অপারেশন সিঁদুর পরবর্তী আবহে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই উঠেছিল বয়কট ঝড়। সমস্ত ধাক্কা সামলে আমিরের ছবি কতটা সকলের মন জয় করতে পারে, সেটাই এখন দেখার।
যদিও ইতিমধ্যে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর আমিরের ছবির প্রশংসা করেছেন। মুম্বইয়ের স্পেশাল স্ক্রিনিংয়ের পর তিনি বলেন, “ছবিটি খুব ভালো লেগেছে। এই ছবিটি আপনাকে হাসাতে যেমন পারে, তেমনই আবার কাঁদাতে। আমি সবসময় মনে করি খেলার সব কিছু শেখানোর ক্ষমতা আছে। খেলা সকলকে একাত্ম হয়ে থাকার বার্তা দেয়। এই ছবিটিও ঠিক তেমনই। আমি প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের অভিনন্দন জানাই। সকলের জন্য শুভকামনা রইল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.