৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

উঠতি মডেলকে হেনস্তা, গ্রেপ্তার টলিউড অভিনেতা, ধৃতের ঠিকানা কবীর সুমন হাউস!

Published by: Suparna Majumder |    Posted: February 1, 2023 4:57 pm|    Updated: February 1, 2023 4:57 pm

Actor Atish Bhattacharya arrested for allegedly abusing an aspiring model | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

অর্ণব আইচ ও নিরুফা খাতুন:উঠতি মডেলকে হেনস্তা, মারধরের অভিযোগ উঠল টলিউডের অভিনেতার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ধৃতের নাম অতীশ ভট্টাচার্য। আলিপুর আদালতে তোলা হয়েছে তাঁকে। 

জানা গিয়েছে, টলিউডে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেন অতীশ ভট্টাচার্য। ক্রাইম-বেসড এক সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে। তবে প্রচারের আলোয় সেভাবে আসতে পারেননি অতীশ। মডেলের অভিযোগ, গত ২৯ জানুয়ারি অতীশ তাঁকে জোর করে নিজের বাড়িতে আটকে রাখে। তাঁকে প্রবল মারধর করে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, ঘুষি, লাথি কিছুই বাদ যায়নি। 

[আরও পড়ুন: কলকাতার অলিগলিতে এক যুবককে খুঁজছেন ইয়ামি গৌতম, ‘লস্ট’ ছবির ট্রেলার জুড়ে রহস্য]

অভিনেতা তাঁকে একাধিকবার কামড়ে দিয়েছে বলেও অভিযোগ মডেলের। তাঁর দাবি, কোনওভাবে অতীশের কবল থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসেন তিনি। তারপর হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  মডেলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বসিরহাটের বাসিন্দা ওই মডেলকে এমআর বাঙুর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। 

শোনা গিয়েছে, মডেলের শরীরে কামড়ের আঘাত পাওয়া গিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই অতীশকে গ্রেপ্তার করা হয়। পুলিশের খাতায় অতীশের ঠিকানা হিসেবে লেখা হয় ২২এ, ব্লক বি, বৈষ্ণবঘাটা বাই লেন, শান্তিকুঞ্জ, কবীর সুমন হাউস, কলকাতা- ৭০০০৪৭।  এই কবীর সুমন হাউস লেখাটি নিয়েই ধন্ধের সৃষ্টি হয়। যদিও জানা গিয়েছে, এই বাড়ি কবীর সুমনের নামে হলেও তাঁর নয়। কিংবদন্তি শিল্পীর এই মামলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ইতিমধ্যেই অতীশকে আদালতে তোলা হলে ৪ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। শোনা গিয়েছে, অতীশের বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে। শোনা এও যাচ্ছে, উঠতি ওই মডেলের সঙ্গে অতীশ লিভ-ইন সম্পর্কে ছিল। তাই যদি হয়, তাহলে এমন কাজ কেন করলেন অভিনেতা? প্রশ্নের উত্তর জানার চেষ্টা চলছে। 

[আরও পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন প্রাক্তন স্ত্রী, রাত কেটেছে ফুটপাতে, কী করেছিলেন অনুরাগ?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে