Advertisement
Advertisement
Sharad Kapoor

‘বাড়িতে ডেকে মহিলাকে…’, শ্লীলতাহানির অভিযোগে শরদ কাপুরের বিরুদ্ধে FIR দায়ের

অভিযোগকারীনী যা বললেন, তাতে চমকে উঠতে হয়!

Actor Sharad Kapoor accused of misbehaving with woman, case registered
Published by: Sandipta Bhanja
  • Posted:November 30, 2024 6:42 pm
  • Updated:November 30, 2024 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তারকাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনা নতুন নয়! এবার ‘জোশ’, ‘লক্ষ্য’, ‘দস্তক’-এর মতো একাধিক সিনেমা খ্যাত বলিউড অভিনেতা শরদ কাপুরের (Sharad Kapoor) বিরুদ্ধে এক মহিলাকে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। সংশ্লিষ্ট ঘটনার জেরে খর থানায় এফআইআর দায়ের হয়েছে।

৩২ বছর বয়সি ওই অভিযোগকারীনী জানিয়েছেন, শরদের সঙ্গে তাঁর ফেসবুকের মাধ্যমে আলাপ। এর পর ভিডিও কলের মাধ্যমেও তাঁর সঙ্গে কথা হয়। শরদ নাকি মহিলাকে বলেছিলেন যে তিনি নতুন সিনেপ্রজেক্ট সম্পর্কিত বিষয়ের জন্য তাঁর সঙ্গে দেখা করতে চান। এর পরই অফিসে দেখা করার নাম করে মহিলাকে বাড়ির লোকেশন পাঠিয়ে দিয়ে শরদ তাঁকে বলেন, তাঁর খার এলাকার অফিসে আসতে। ওই লোকেশন অনুযায়ী গিয়ে সেখানে পৌঁছেই ওই মহিলা দেখতে পান যে এটি অভিনেতার অফিস নয়, বরং বাড়ি। বেল বাজাতেই এক ব্যক্তি এসে দরজা খুলে দেন। পৌঁছনো মাত্রই শরদ কাপুর নাকি তাঁর বেডরুম থেকে আওয়াজ দিয়ে মহিলাকে ডাকেন। এরপরই অভিযোগকারীনী যা বললেন, তাতে চমকে উঠতে হয়!

Advertisement

মহিলা পুলিশকে জানিয়েছেন, বেডরুমের দরজার সামনে যেতেই তিনি দেখতে পান শরদ পুরো উলঙ্গ। তৎক্ষণাত তিনি অভিনেতাকে জামাকাপড় পরার অনুরোধ করেন। কিন্তু পরিবর্তে নাকি শরদ তাঁকে বলেন, ভিতরে এসে তাঁকে আলিঙ্গন করে চুমু খেতে। সেই কুপ্রস্তাব ওই মহিলা প্রত্যাখ্যান করা মাত্রই অভিনেতা নাকি তাঁকে জোর করে স্পর্শও করেন। গোটা ঘটনাটা এক বন্ধুকে জানিয়েছিলেন। এরপরই খর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। ভারতীয় নব্য সংহিতার ৭৪, ৭৫ এবং ৭৯ ধারায় অভিযোগ দায়ের হয়েছে শরদ কাপুরের বিরুদ্ধে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জেরার জন্য ইতিমধ্যেই শরদ কাপুরের কাছে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement