Advertisement
Advertisement

Breaking News

Shatrughan Sinha

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শত্রুঘ্ন, ‘অস্ত্রোপচার’ নিয়ে কী বললেন?

মেয়ে সোনাক্ষীর বিয়ের পরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান তারকা।

Actor Shatrughan Sinha reportedly Discharged from Hospital, Son Luv Brings Him Home
Published by: Suparna Majumder
  • Posted:July 3, 2024 10:19 am
  • Updated:July 3, 2024 4:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) বিয়ের পরই হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। এতদিনে বাড়ি ফিরলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। মাঝের কটা দিন তাঁর পারিবারিক অশান্তি নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। তবে সেসব এখন অতীত। শোনা গিয়েছে, ছেলে লব সিনহার হাত ধরেই নিজের বাড়ি ‘রামায়ণ’-এ ফিরেছেন বলিউডের শটগান।

Shatrughan

Advertisement

 

গত ২৩ জুন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। এর পর তারকা দম্পতিকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে দেখা যায়। তাতেই প্রশ্ন ওঠে, সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা। কিন্তু পরে জানা যায় এমন কিছুই না। আসলে হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা। তাঁকে দেখতেই গিয়েছিলেন সোনাক্ষী জাহির।

[আরও পড়ুন: ঋত্বিকের ‘মেঘে ঢাকা তারা’ ভারতের সেরা ছবি, আচমকা কেন এমন উপলব্ধি দীপ্তি নাভালের?]

শত্রুঘ্নর হাসপাতালে ভর্তি হওয়ার কারণ নিয়েও নানা ধরনের খবর শোনা যায়। একসময় শোনা গিয়েছিল, বর্ষীয়ান অভিনেতা সোফা থেকে পড়ে গিয়ে পাঁজরে চোট পেয়েছেন এবং তাঁর অস্ত্রোপচার হয়েছে। আবার জল্পনা ছড়ায়, ভাইরাল জ্বরে কাবু হওয়ায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু এই সমস্ত জল্পনা-কল্পনা নস্যাৎ করে দেন আসানসোলের নবনির্বাচিত সাংসদ। তাঁর বক্তব্য, “আমার অস্ত্রোপচার হয়ে গিয়েছে, আমিই জানতে পারলাম না!” বর্ষীয়ান তারকা জানান, তিনি রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Sonakshi-Shatrughna

তারকার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর নিশ্চিত করেছেন পহেলাজ নিহলানি। সিনহা পরিবারের ঘনিষ্ঠ তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছেলে লব সিনহাও স্ত্রী পুনমের সঙ্গে বাড়ি ফিরেছেন শত্রুঘ্ন। সোনাক্ষীর বিয়েতে শত্রুঘ্নর দুই ছেলে লব-কুশকে দেখা যায়নি। তা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। ভিন্ন ধর্মের জাহিরকে বিয়ে করেছেন বলেই কি সোনাক্ষীর উপর রুষ্ট তাঁর দুই দাদা? এমন প্রশ্ন উঠেছিল। যদিও পরে লব দাবি করেন তিনি বিয়েতে ছিলেন। তবে সিনহা পরিবারের অন্দরের অশান্তি নিয়ে নানা রটনা রটেছে। তবে শত্রুঘ্ন সিনহার বাড়ি ফেরার খবরে খুশি তাঁর অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘চরমতম শাস্তি হওয়া উচিত…’, চোপড়া কাণ্ডে তীব্র ধিক্কার চিরঞ্জিৎ-রাহুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement