সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও সইফকন্যা সারা আলি খান, তো কখনও শচীনকন্যা সারা তেণ্ডুলকর। কখনও আবার বলিউডের উঠতি অভিনেত্রী রিধিমা পণ্ডিত। আর এবার এসব প্রেমিকাকে দূরে সরিয়ে শুভমানের মন নাকি গিয়ে আটকাল আরেক বলি সুন্দরীর দিকে। অভিনেত্রীর নাম প্রজ্ঞা জয়সওয়াল। গুঞ্জন, ভারতীয় দলের ক্রিকেটার শুভমান নাকি এখন মজেছেন প্রজ্ঞার সৌন্দর্যেরই। তবে শুধু শুভমানই নয়। প্রজ্ঞার মনেও নাকি নতুন প্রেমের আগুন।
তা কে এই প্রজ্ঞা?
বলিউডে সদ্য পা দিয়েছেন প্রজ্ঞা। ঝুলিতে তাঁর মাত্র দু-তিনটে ছবি। ২০১৪ সালে ‘টিটু এমবিএ’ এবং কয়েকদিন আগে মুক্তি পাওয়া অক্ষয়ের খেল খেল মে- ছবিতে দেখা গিয়েছে প্রজ্ঞাকে। তবে বলিউডের আগে দক্ষিণী ছবিতেও কাজ করেছেন প্রজ্ঞা। সেখানে যথেষ্ট জনপ্রিয় তিনি। সিনেমার আগে নামকরা সব মেকআপ ব্র্য়ান্ডের সঙ্গে কাজ করে মডেলিং জগতে ভালো নাম করেছেন প্রজ্ঞা। গুঞ্জনে রয়েছে, বিজ্ঞাপনের শুটিংয়েই নাকি শুভমানের সঙ্গে আলাপ তাঁর।
View this post on Instagram
তবে শুধুই শুভমান-প্রজ্ঞা ডেটিং গুঞ্জন নয়। শুভমান এই নিয়ে কিছু না বললেও, প্রজ্ঞা কিন্তু প্রকাশ্যে বলেছেন, শুভমানকে ভালো লাগার কথা। এক সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেছেন, “শুভমানকে আমার দারুণ পছন্দ। আর আমি তো সিঙ্গল। তাই শুভমানের সঙ্গে ডেট করতে আমার কোনও সমস্যা নেই। আর কোনও ক্রিকেটারের পক্ষে বা বিপক্ষে আমি নই। যদি কেউ ভাল মানুষ হয়, তাঁর সঙ্গে সময় কাটানো যেতেই পারে।”
সারা তেণ্ডুলকর না সারা আলি খান, কাকে মন দিয়েছেন শুভমান? এই জল্পনা বহুদিন ধরেই চলছিল। কিন্তু ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলে দেন, “সারা পৃথিবী ভুল সারার পিছনেই পড়ে রয়েছে।” এদিকে শচীনকন্যার সঙ্গেই শুভমানকে আম্বানিদের পার্টি থেকে বেরোতে দেখা যায়। এতেই দুইয়ে দুইয়ে চারের মতো প্রেমের অঙ্ক মেলাতে থাকেন নেটিজেনরা। আর এবার শুভমানের সঙ্গে নাম যোগ হল বলিউড অভিনেত্রী প্রজ্ঞার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.