Advertisement
Advertisement
Alia Bhatt

পরনে জিমওয়্যার, দ্বিতীয় সন্তানের জল্পনা কি আরও উসকে দিলেন আলিয়া?

ছবিশিকারীদের ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী।

Alia Bhatt finally dismissed claims of her second pregnancy
Published by: Sayani Sen
  • Posted:June 21, 2025 5:09 pm
  • Updated:June 21, 2025 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া? রাহা পেতে চলেছে তার খুদে সঙ্গী? বি-টাউনের আকাশ বাতাসে চলছে জোর গুঞ্জন। তারই মাঝে ফের প্রকাশ্যে আলিয়া ভাট। পাপ্পারাজ্জির ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি ওই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে আলিয়ার পরনে জিমওয়্যার। জানা গিয়েছে, নাচের রিহার্সাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আলিয়াকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারীরা। ওই ছবি, ভিডিও যেন দাবানলের গতিতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সকলেই যেন গুঞ্জনের প্রমাণ খুঁজতে ব্যস্ত। যদিও সে প্রমাণ পাওয়া যায়নি। টোনড ফিগারের আলিয়াকে দেখে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কোনও প্রমাণই পাওয়া যায়নি। তাতে নাকি খানিক মন ভেঙেছে অনুরাগীদের একাংশের। কারণ, অনেকেই নাকি ভেবেছিলেন ‘প্রোমোশন’ হচ্ছে ছোট্ট রাহার।

বলে রাখা ভালো, সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে হাজির হন আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী জানান, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নীতু কাপুর। সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। কখন ঘটল এসব? আলিয়া বলছেন, “আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে। সেখান থেকেই একটি পুত্রসন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন। উনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।” সেই নামটি যদিও জানাননি তখন আলিয়া, তবে তারকাদম্পতি যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত স্পষ্ট। আবার কান-এর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই জোর শোরগোল! আলিয়ার ‘বেবিবাম্প’ স্পষ্ট দেখা গিয়েছে বলেই দাবি করেন অনেকে। তাঁদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প। তবে এবারের ভাইরাল হওয়া ভিডিও সে জল্পনায় জল ঢালল, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement