Advertisement
Advertisement
Allu Arjun Arrested

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আল্লু অর্জুন

ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেপ্তার করা হয়।

Allu Arjun Arrested: Actor granted interim bail by Telangana High Court
Published by: Suparna Majumder
  • Posted:December 13, 2024 5:51 pm
  • Updated:December 14, 2024 12:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই জামিন পেয়ে গেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সুপারস্টার। তেলেঙ্গানা হাই কোর্ট তাঁর এই জামিন মঞ্জুর করেছে। এমনটাই জানা গিয়েছে। 

pushpa_cover

Advertisement

শুক্রবার দিনভরের ঘটনা সিনেমাকেও হার মানায়।  ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তোলা হয় নিম্ন আদালতে। ১৪ দিনের জেল হেফাজত হয় দাক্ষিণাত্যের সুপারস্টারের। তাঁকে হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়েও যাওয়া হয়। তবে এর পরই টুইস্ট। জেল হেফাজতের কিছুক্ষণের মধ্যেই হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গিয়েছেন আল্লু অর্জুন।

 

জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা দায়ের হয় আল্লু অর্জুন ও  বাকি অভিযুক্তদের বিরুদ্ধে। তার জেরেই নিম্ন আদালতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতি জানান, তারকাদেরও বাঁচার অধিকার রয়েছে এবং নাগরিক হিসেবে তাঁদেরও ব্যক্তিস্বাধীনতা রয়েছে। 

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওঁর তো কোনও হাত নেই।” মহিলার মৃত্যুর খবর কানে যেতেই ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লক্ষ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তাঁর আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement