Advertisement
Advertisement
Allu Arjun

‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, মামলা দায়ের খোদ আল্লু অর্জুনের বিরুদ্ধে

সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও রুজু হয়েছে মামলা।

Allu Arjun booked for woman’s death in stampede during Pushpa 2 premiere
Published by: Biswadip Dey
  • Posted:December 5, 2024 10:00 pm
  • Updated:December 7, 2024 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এরই মধ্যে এক দুর্ঘটনাকে ঘিরে অস্বস্তিতে পড়তে হল ছবির নায়ক আল্লু অর্জুনকে। হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছরের এক মহিলার। আর এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের হল নায়কের বিরুদ্ধে। মামলা করা হয়েছে তাঁর নিরাপত্তা রক্ষী ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও।

হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, মৃত মহিলার পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই রুজু হয়েছে মামলা। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, ”থিয়েটারের ভিতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আইন মেনে।”

Advertisement

ঠিক কী হয়েছিল? বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে এন্ট্রি নেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক মহিলার। তাঁর ৯ বছরের ছেলে গুরুতর জখম। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। গত তিন বছরে আল্লু অর্জুনের অনুরাগীরা অপেক্ষা করেছেন ছবির সিক্যুয়েলের। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত আল্লু অর্জুন বা ওই হল মালিকদের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement