Advertisement
Advertisement
Salman Khan

সলমনের বোনের পার্টিতে হাজির আল্লু অর্জুন! ভাইজানের সঙ্গে দেখা হল ‘পুষ্পা’র?

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Allu Arjun makes a stylish entry at Arpita Khan's restaurant launch party
Published by: Akash Misra
  • Posted:November 30, 2024 10:53 am
  • Updated:November 30, 2024 10:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা মিটস ভাইজান!’ সে ঘটনা অবশ্য থাকল গোপনেই। তবে সলমনের বোন অর্পিতার রেস্তরাঁর পার্টিতে হাজির হয়ে হইচই ফেলে দিলেন আল্লু অর্জুন! আর সেই ভিডিও দেখেই সলমন ও আল্লু অনুরাগীদের নজর পুষ্পা ও ভাইজানের সাক্ষাত দেখার জন্য।

৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দক্ষিণী ছবি পুষ্পা ২। যে ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে বসেছিল গোটা দুনিয়া। সেই ছবির প্রচারেই দেশের নানা কোণায় ঘুরছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা। সম্প্রতি সেই ছবির প্রচারেই মুম্বইয়ে হাজির হয়েছিলেন আল্লু। প্রচারেই মাঝেই সলমনের বোনের আমন্ত্রণে তাঁর রেস্তরাঁর উদ্বোধনে পৌঁছে গেলেন। সূত্রের খবর, সলমনের সঙ্গে তাঁর দেখাও হয়েছে, কথাও হয়েছে। রেস্তরাঁর টেবিলে নাকি আড্ডায় মজেছিলেন পুষ্পা ও ভাইজান।

Advertisement

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement