সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশ। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই রীতিমতো মনখারাপ গোটা দেশের। আমজনতার পাশাপাশি তারকারাও শোকপ্রকাশ করেছেন এমন মর্মান্তিক ঘটনার। এর আগে শোকপ্রকাশ করতে দেখা গিয়েছে শাহরুখ, আমিরের মতো সুপারস্টারদের। এবার শোকবার্তা ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের। মৃতদের জন্য প্রার্থনা অনুপম খের ও প্রিয়াঙ্কা চোপড়ারও।
১২ জুন, বৃহস্পতিবার আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে ওড়ার পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। দুর্ঘটনার ২৪ ঘন্টা পর শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শাহেনশা। লেখেন, ‘টি ৫৪১০। হে ভগবান! হে ভগবান! হে ভগবান! স্তব্ধ! হে ঈশ্বর! দুর্ঘটনাগ্রস্তদের জন্য মন থেকে প্রার্থনা করছি।’
T 5410 – हे भगवान ! हे भगवान ! हे भगवान !
स्तब्ध ! सुन्न !
ईश्वर कृपा ! हृदय से प्रार्थनाएँ !
🙏— Amitabh Bachchan (@SrBachchan) June 13, 2025
View this post on Instagram
নিজের সোশাল মিডিয়া পেজে শোকবার্তা প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা অনুপম খেরও। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে তিনি বলেছেন, “ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন এই দুর্ঘটনায় মৃত সকলের পরিবারকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেন। আর যারা এই দুর্ঘটনার পর এই মুহূর্তে কষ্টে আছেন তাঁদের ধৈর্য ও সাহস রাখার শক্তি দিন। এদিনের এই ঘটনা বর্ণনা করার কোনও ভাষা বা যুক্তি নেই। আমি শুধু একটাই কথা বলতে চাই আক্রান্তদের যে, আমরা আপনাদের পাশে আছি। সারা দেশ উদ্বিগ্ন হয়ে আছে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য।” ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আহমেদাবাদ প্লেন ক্র্যাশ- শ্রদ্ধা! ওম শান্তি।’
শুক্রবার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। নিজের সোশাল মিডিয়া স্টোরিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক। এই বিমান দুর্ঘটনায় অপূরণীয় ক্ষতির শিকার প্রত্যেক যাত্রী ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.