Advertisement
Advertisement
Amitabh-Abhishek

কালীধর চরিত্রে বড় চমক অভিষেকের, প্রশংসায় পঞ্চমুখ টিনু আনন্দ, গর্বিত বাবা অমিতাভ

কী লিখলেন তিনি ছেলে অভিষেকের জন্য?

amitabh bachchan feels proud as Abhishek wins praise for Kaalidhar Laapata
Published by: Arani Bhattacharya
  • Posted:July 6, 2025 12:01 pm
  • Updated:July 6, 2025 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কালীধর লাপতা’ মুক্তির পর থেকে অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে বলিউডের বিশিষ্টজনেরা। আর ছেলের প্রশংসা শুনে গর্বিত বাবা অমিতাভ বচ্চনও। বিশেষত পরিচালক টিনু আনন্দের কাছ থেকে অভিষেক প্রশংসা পাওয়ার পর অমিতাভ বচ্চনের খুশি দ্বিগুণ হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শাহেনশা। কী লিখলেন তিনি ছেলে অভিষেকের জন্য?

Advertisement

অভিষেকের অভিনয় দেখে মুগ্ধ হয়ে টিনু আনন্দ অমিতাভ বচ্চনকে একটি মেসেজ পাঠান এবং তাতে তিনি লেখেন ‘স্যার জি, আমার কাছে অভিষেকের ফোন নম্বর নেই। তাই আমি ওঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না। আমার তরফ থেকে আপনি ওঁকে অভিনন্দন জানিয়ে দেবেন দয়া করে। ওঁকে ‘কালীধর লাপতা’ ছবিতে অসাধারণ লেগেছে। দারুণ অভিনয় করেছে ও।’ টিনু আনন্দের এই মেসেজ অমিতাভ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘যখন বন্ধু ও বিশিষ্ট চিত্রপরিচালক টিনু আনন্দ এমন শুভেচ্ছা পাঠান তখন তার আনন্দ এতটাই হয় যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

 

উল্লেখ্য এই ছবিতে একেবারে ছকভাঙা চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। এই ছবিতে দেখানো হয়েছে কালীধর মানসিকভাবে বিপর্যস্ত ও বেশ কিছু মানসিক সমস্যা রয়েছে তার। রয়েছে হ্যালুশিনেশন-সহ বিভিন্ন সমস্যা। তবে ছবির গল্প এগোনর সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে জীবনে নতুন মোড় খুশি ছড়িয়ে দিয়েছে তার জীবনে এবং মানসিক সমস্ত অসুস্থতা কাটিয়ে সে জীবনকে উপভোগ করতে শুরু করে। উপার্জন করতে শুরু করে, জীবনে ঘুরে দাঁড়ায়। আর ঠিক এভাবেই নানা টুইস্ট রয়েছে ছবিতে দর্শকের জন্য। জীবনে খারাপের পাশাপাশি যে ভালো দিক আসতেও যে সময় নেয় না। জীবন যেকোনও সময়ই চমক দিতে পারে তা তুলে ধরা হয়েছে এই ছবিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement