সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! বাবা হয়ে মেয়েকে ট্রোল! হ্যাঁ, এমনটাই করে থাকেন চাঙ্কি পাণ্ডে। অনন্যাকে নিয়ে ট্রোল হলে, সেই ট্রোলেই অংশ নেন চাঙ্কি।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা চাঙ্কি পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ আনলেন অনন্যা। তাঁর কথায়, সোশাল মিডিয়ায় যখন নানা কারণে আমি ট্রোলের শিকার হই, তখন বাবা সমালোচনা না করে, নিজেই অংশ নেন। এই প্রসঙ্গে অনন্যা বলেন, ”আমাকে আর আদিত্যকে নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোল হলে, সেই পোস্টে গিয়ে বাবা লাইক করে আসেন। অনেক সময় মন্তব্যও করেন। আমি বাবাকে বলেছি, এরকম না করতে, নাহলে ইনস্টাগ্রাম ডিলিট করে দেবো।”
এই সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন চাঙ্কিও। তিনি জানান, ”আসলে আমি পোস্টের লেখা পড়ে দেখি না। যেখানেই আমার মেয়ের ছবি দেখি। ভালো লাগে। আর সেই মুগ্ধতা থেকেই লাইক করি।”
সম্প্রতি প্রেম, প্রাক্তন প্রেমিক নিয়েও মুখ খুলেছিলেন অনন্যা। অনন্যা বলেছিলেন, ‘আগের সম্পর্কের টিকিয়ে রাখার জন্য নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। ভেবেছিলাম, এতেই সঙ্গী খুশি হবে। তবে বুঝলাম, এভাবে নিজেকে বদলে ফেললে, সম্পর্ক থাকে না। আমার মনে হয়, যেকোনও সম্পর্কে বন্ধুত্বই আসল। সেটা থাকলেই সম্পর্ক এমনিতেই এগিয়ে যায়। আলাদা পরিশ্রম করতে হয় না।’
গত দুবছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। কিন্তু সুখের এই সময় আর টিকল না। আচমকা শোনা যায়, আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।
এর কিছুদিন পরই ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। রটনা, অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিকের খোঁজ পান চাঙ্কিকন্যা। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.