Advertisement
Advertisement
Anupam Kher- Dilwale Dulhaniya Le jayenge

‘এখন মুক্তি পেলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ চলত না’, হঠাৎ কেন এমন বললেন অনুপম খের?

তিরিশ বছর আগে পর্দায় ম্যাজিক দেখিয়েছিল 'রাজ' ও 'সিমরণ'।

Anupam Kher about Dilwale Dulhaniya Le jayenge 2025 release
Published by: Arani Bhattacharya
  • Posted:June 22, 2025 11:03 am
  • Updated:June 22, 2025 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরিশ বছর আগে পর্দায় ম্যাজিক দেখিয়েছিল ‘রাজ’ ও ‘সিমরণ’। চরিত্রের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন শাহরুখ ও কাজলের সেই কালজয়ী ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির কথা বলছি। যা আজও নস্টালজিয়া তৈরি করে। বুনে দেয় ভালোবাসার এক অন্য সংজ্ঞা। সেই ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অনুপম খেরও ছিলেন বরাবরের মতোই অসামান্য। শাহরুখের ‘পপস’ চরিত্রে তাঁর অভিনয় বিশেষ নজর কেড়েছিল। হেসে খুন হয়েছিলেন দর্শক। নিজের নতুন ছবি ‘ইন দিনো মেট্রো’ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিডিএলজে এর সাফল্য ও এইছবি আজও সকলের মনে এক বিশেষ জায়গায় থাকা নিয়ে অকপট অভিনেতা অনুপম খের। 

Advertisement

সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে বর্ষীয়ান অভিনেতা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নিয়ে বললেন তাঁর মনের কথা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ”যদি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এই সময়ে মুক্তি পেত তাহলে কেমন ব্যবসা করত বলে আপনার মনে হয়?” এপ্রসঙ্গে অনুপম খের বলেন, ” আমাদের চারিদিকে যা ঘটে আমরা তা আমাদের ছবিতে প্রতিফলিত হতে দেখি। সেটা গান হতে পারে, ভাষা হতে পারে বা আমাদের কথা বলার ধরণও হতে পারে।”

অনুপম খের আরও বলেন, “ওই সময় যখন এই ছবি মুক্তি পেয়েছিল তখন সময়, পরিস্থিতি ও ভালোবাসার সংজ্ঞা সবটাই আজকের থেকে আলাদা ছিল। তখন ভালোবাসা বুঝতে, একে অপরের প্রেমে পড়তে এবং কথা বলা শুরু হতে অনেকটা সময় লেগে যেত। কম সময়ে কিছুই হত না। হঠকারি সিদ্ধান্তে একে অপরের প্রেমে তখন কেউ পড়তেন না। তখন ভালোবাসা তারপর বিয়ে তারপর আসত ঘনিষ্ঠ হওয়ার মতো বিষয়। কিন্তু এখন সেটা পুরো পালটে গিয়েছে। এই প্রজন্ম প্রেমে পড়তেও সময় নেয় না। ঘনিষ্ঠ হতেও সময় নেয় না। আর তাঁদের ছাড়াছাড়ি হতেও সময় লাগে না বেশি। আমি এক্ষেত্রে ঠিক-ভুল বলছি না। সবটাই পরিস্থিত। কাজেই আমার মনে হয় যে এখন মুক্তি পেলে এই ছবি চলত না।”

বেশ কিছুদিন আগে এই ছবির রিরিলিজ নিয়ে মুখ খুলেছিলেন কাজল। তিনি বলেছিলেন ” আমার মনে হয় এই ছবির একটা আলাদা মাধুর্য রয়েছে। যা আজও দর্শককে মুগ্ধ করে রেখেছে। তাই আমার মনে হয় এই ছবির রিমেক না হওয়াই বাঞ্ছনীয়। এর যে নিজস্বতা রয়েছে তা বজায় রাখা উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement