সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন থেকেই সোশাল মিডিয়ায় গুঞ্জন ছিল অভিনেত্রী অনুষা বিশ্বনাথন ও পরিচালক আদিত্য সেনগুপ্ত নাকি প্রেম করছেন! তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, অনুষা বা আদিত্য কেউই মুখ খোলেননি। বরং নিজেদের এই গুঞ্জন কানে আসলেই, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ কথাকেই প্রচার করেছেন। তবে এবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুজনের ছবি নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু।
হ্য়াঁ, সম্প্রতি অনুষা ও আদিত্য রয়েছেন পোল্যান্ডে। জুটিতে সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন। এমনকী, ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছে মার্কিন পপতারকা টেলার সুইফটের কনসার্টে দুজনের হাজির থাকার ভিডিও। এসব দেখেই নেটপাড়া বলছে, অনুষা-আদিত্য নির্ঘাত প্রেম করছেন!
অনুষা বিশ্বনাথনকে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। তবে ‘জল থই থই ভালাবাসা’ ধারাবাহিকের দৌলতে এখন টেলিপর্দার জনপ্রিয় মুখ তিনি। পরিচালক আদিত্যর সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব তাঁর। নিন্দুকরা বলছেন, সেই বন্ধুত্ব থেকেই প্রেম। ২০২২ সালে আদিত্যর ‘মিশন দুগ্গা দুগ্গা’ ছবিতে অভিনয় করেন অনুষা। পরিচালক হিসেবে আদিত্যের বেশ প্রশংসাও করেছিলেন তিনি। তাহলে কী সেই বন্ধুত্বই এবার প্রেমের রূপ নিয়েছে? এই প্রশ্নের জবাবে অবশ্য একেবারেই চুপ অনুষা ও আদিত্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.