BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিনা হেলমেটে নিরাপত্তারক্ষীর বাইকে অনুষ্কা, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার বিরাটপত্নী

Published by: Akash Misra |    Posted: May 15, 2023 7:05 pm|    Updated: May 15, 2023 7:05 pm

Anushka Sharma bike ride without helmet video goes viral| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলের শিকার অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিনা হেলমেটে বাইকে চড়ায় কটাক্ষের শিকার হতে হল বিরাট কোহলি ঘরনিকে। নেটিজেনদের একাংশ অনুষ্কাকে দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করে।

তা ঠিক কী ঘটেছে?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে নিরাপত্তারক্ষীর বাইকে বসে আছেন অনুষ্কা। মাথায় হেলমেট নেই। সেই অবস্থাতেই গন্তব্যে পৌঁছেছেন অভিনেত্রী। সূত্র থেকে জানা গিয়েছে, রাস্তার উপর গাছ পড়ে থাকায় গাড়ি আটকে যায় অনুষ্কার। আর সেই কারণেই বাইকে চড়তে বাধ্য হন অনুষ্কা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও অল্প বয়সে শুরু করে দিয়েছিলেন অনুষ্কা। নিজের জোরেই খ্যাতি ও যশ পেয়েছেন। তারপর বিয়ে করছেন ভারতীয় ক্রিকেট টিমের স্টার ক্রিকেটার বিরাট কোহলিকে। সোশ্যাল মিডিয়ায় বার বার বিরাট ঘরনি বললেই রীতিমতো খেপে যান অনুষ্কা। তবে এই বাইক কাণ্ড নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি।

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে