সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪৪ বছরের মহাযোগ শেষ হতে চলেছে শিবরাত্রির পুণ্যতিথিতে। আর সেই দিনই মহাকুম্ভের (Maha Kumbha 2025) সমাপ্তি। তার প্রাক্কালেই স্বামী এবং গুরু পরিবারের সঙ্গে মহাকুম্ভে পৌঁছে গেলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। অভিনেত্রীর মন্তব্য, “গুরু না চাইলে জীবনে কিছুই হয় না।”
কখনও গঙ্গাবক্ষে প্রদীপ ভাসালেন আবার কখনও বা গুরুর আখড়ায় ‘হর হর মহাদেব’ ধ্বনিতে নাচতেও দেখা গেল তাঁকে। এককথায় প্রয়াগরাজে ভক্তিতে মজে বাংলা বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। মহাকুম্ভে সংস্কারী অপরাজিতার নানা মুহূর্ত দেখে ততোধিক উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। বুধবার সোশাল মিডিয়ায় মহাকুম্ভের মেলা থেকে বেশ কিছু ছবি-ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য। সেখানেই দেখা গেল, কখনও স্বামীর সঙ্গে হাসিমুখে উৎসবের প্রবেশদ্বারে ক্যামেরায় পোজ দিয়েছেন আবার কখনও বা অভিনেত্রীকে দেখা গেল গুরু পরিবারের সঙ্গে মহাকুম্ভ মেলা উপভোগ করতে। অপরাজিতা নিজেই জানালেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’ প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন তিনি। মহাকুম্ভে ঈশানজির আখড়ায় ছিলেন তিনি। সেখানেই গুরু পরিবারের সঙ্গে ভক্তিগীতি এবং নাচে মেতে উঠলেন অভিনেত্রী। তাঁদের সঙ্গেই গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন অপরাজিতা আঢ্য। যদিও অন্যান্য তারকাদের মতো পুণ্যস্নানের কোনও ছবি বা ভিডিও তিনি প্রকাশ্যে আনেননি। তবে প্রয়াগরাজ থেকে নানা রঙিন মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। কেমন অনুভূতি? অপরাজিতা জানিয়েছেন, “এই যে মহাকুম্ভে আসা, এখানে ঈশানজির শিবির করতে পারা, সবটাই গুরুর সিদ্ধান্ত। নমঃ শিবায় বাবাজি গুরুমা পুরো গুরু পরিবারকে কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ।”
View this post on Instagram
প্রসঙ্গত, চলতি মহাকুম্ভে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেক তারকাই। রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা কুমারের মতো টলিউডের একাধিক তারকা ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন। পরিচালক অরিন্দম শীলও স্ত্রী শুক্লার সঙ্গে পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। সম্প্রতি শশব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে মহাকুম্ভে পৌঁছে গেলেন অপরাজিতা আঢ্যও। প্রসঙ্গত, আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ (Maha Kumbh 2025) জমজমাট ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। এবার মহাকুম্ভের প্রায় অন্তিম লগ্নে যোগ দিলেন অপরাজিতা আঢ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.