Advertisement
Advertisement
Arjun Kapoor

বাবাকে হারিয়ে শোকাহত মালাইকা, আচমকাই মিষ্টি বিতরণ অর্জুনের! ব্যাপারটা কী?

সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

Arjun Kapoor distribute sweet to paparazzi
Published by: Akash Misra
  • Posted:September 25, 2024 4:45 pm
  • Updated:September 25, 2024 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছেন মালাইকা অরোরা। সম্প্রতি শোকসভারও আয়োজন করেছিলেন তিনি। যেখানে হাজির ছিলেন বলিউডের নানা তারকা। হাজির ছিলেন অর্জুন কাপুরও। বাবাকে হারিয়ে এখনও শোকাহত তিনি। ঠিক এরই মাঝে আচমকাই পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করলেন অর্জুন! সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হাসি মুখে পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করছেন অর্জুন। তা দেখেই নেটপাড়া বলছে, প্রেমিকা শোকে রয়েছেন, আর আপনি মিষ্টি খাওয়াচ্ছেন! আসলে অর্জুন নতুন একটা স্কুটি কিনেছেন। সেই খুশিতেই মিষ্টি বিলি করছেন পাপারাজ্জিদের। এর সঙ্গে মালাইকার কোনও যোগ নেই।

Advertisement

দুঃসময়ে কিছুতেই যেন পিছু ছাড়ছেন না মালাইকা অরোরার। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণার মাঝেই আত্মঘাতী অভিনেত্রীর বাবা। কয়েকদিন আগে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মালাইকার বাবা অনিল অরোরা। খবর পেয়েই অভিনেত্রীর বাড়িতে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন আরবাজ খান। এমন দুঃসময়ে ‘প্রাক্তন’ প্রেমিকাকে দূরে ঠেলে দেননি অর্জুন কাপুর! বরং অভিনেত্রীর পাশে থাকতে তিনিও ছুটে গিয়েছিলেন। তবে এরই মাঝে মিষ্টি বিতরণ করে, নেটপাড়ার সমালোচনার মুখে পড়লেন অর্জুন কাপুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন মালাইকার বাবা। জানা গিয়েছে, বান্দ্রা পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কোনওরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ইতিমধ্যেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুণেতে। বাবার আত্মহত্যার খবর পেয়ে আলুথালুভাবে বাড়িতে ছুটে যান অভিনেত্রী। তবে মালাইকার আগেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাড়ি থেকে নেমেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মালাইকাকে। বোন অমৃতা অরোরাও স্বামী শাকিল লাদাককে নিয়ে পৌঁছেছেন। অর্জুন কাপুরকে দেখা গেল সাদা পোশাকে মালাইকার বাড়িতে প্রবেশ করতে। শোকে মূহ্যমান হয়ে পড়েছেন তিনিও। কারণ, মাকে হারিয়েছেন তিনিও।মাসখানেক আগেই অর্জুন-মালাইকার বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে কোনওরকম মুখ খোলেননি একে অপরের কেউই। তবে দূরে থেকেই বন্ধুত্ব বজায় রেখেছেন অর্জুন-মালাইকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement