Advertisement
Advertisement
Arjun Kapoor

অবসাদে অর্জুন, পালটা খোঁচা মালাইকার, ‘টক্সিক মানুষ’ নিয়ে কী লিখলেন?

সম্প্রতি অর্জুনই স্পষ্ট করেছেন মালাইকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

Arjun Kapoor on mental health challenges
Published by: Akash Misra
  • Posted:November 13, 2024 3:04 pm
  • Updated:November 13, 2024 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধে সব রোগ সারে না! হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বললেন অর্জুন কাপুর। নিজের অবসাদ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি। অর্জুন স্পষ্ট বললেন, ”অবসাদ এমন কোনও রোগ নয় যে ওষুধ মুখে দিলেই ঠিক হয়ে যাবে। এই অবসাদ ধীরে ধীরে কাটতে থাকে। ধীরে ধীরে এর উপশম হয়।”

মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই অর্জুনের মন কেমন। রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেলেও, অর্জুনের হেলদোল নেই। বরং অর্জুন ডুবে রয়েছেন এক মনখারাপের দিনরাত্রিতেই।

Advertisement

এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, ”একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। তাই একাকীত্ব আমাকে গ্রাস করতে পারেনি।” মালাইকাকে ইঙ্গিত করে অর্জুন বলেন, ”তবে সম্প্রতি যেটা, যেভাবে ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।”

বলিপাড়ায় প্রশ্ন উঠেছে অর্জুনের এই মনখারাপের খবর কি প্রাক্তন মালাইকা জানেন? অন্তত, মালাইকার সোশাল মিডিয়া তো তেমন কোনও ইঙ্গিত দিচ্ছে না। কারণ, মালাইকা হঠাৎ করেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে বসলেন, নভেম্বরের ফিরিস্তি। এই গোটা মাস তিনি ঠিক কীভাবে কাটাবেন, তাই লিখলেন খুল্লমখুল্লা। যেখানে মালাইকা স্পষ্ট করলেন, এই গোটা মাস তিনি টস্কিক মানুষদের থেকে থাকবেন দূর। নেটিজেনরা মনে করছেন, টক্সিক বলতে মালাইকা অর্জুনকেই বুঝিয়েছেন।

প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোছাপা ছিল অর্জুন-মালাইকার। কিন্তু তার পর একেবারে খুল্লমখুল্লা প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা। শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল।

এর মধ্যেই আবার মালাইকার জীবনে নেমে আসে বিপর্যয়। মুম্বইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হন অভিনেত্রীর বাবা। খবর পেয়েই ছুটে যান অর্জুন কাপুর। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজও গিয়েছিলেন বান্দ্রায়। কিন্তু সম্প্রতি ‘সিংহম এগেইন’ ছবির একটি প্রচারের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তাতে ‘মালাইকা’র নাম শুনেই অর্জুন কাপুর বলে ওঠেন, ” না না! আমি এখন সিঙ্গল। সুতরাং নিশ্চিন্তে থাকুন।” অর্জুনের এই মন্তব্যই যেন তাঁর ও মালাইকার প্রায় ছবছরের সম্পর্ক ভাঙার জল্পনায় সিলমোহর দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement