Advertisement
Advertisement
Arjun Kapoor

মালাইকা নয়, হৃতিকের পেশিবহুল শরীরই পছন্দ অর্জুনের! গোপন তথ্য ফাঁস অভিনেতার

মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই অর্জুনের মন কেমন।

Arjun Kapoor reveals Hrithik Roshan became his man crush after Dhoom 2
Published by: Akash Misra
  • Posted:November 14, 2024 9:40 am
  • Updated:November 14, 2024 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! এতদিন ধরে মালাইকার প্রেমে হাবুডুবু খেয়ে, শেষমেশ কিনা হৃতিকের বাহুডোরে ধরা দিতে চান অর্জুন! তাও আবার হৃতিকের পেশিবহুল শরীর দেখেই একেবারে কন্ট্রোলের বাইরে! নাহ, কোনও গুঞ্জন নয়। বরং একথা সদ্য় নিজের মুখেই স্বীকার করেছেন অর্জুন। লজ্জা ত্য়াগ করে স্পষ্টই অর্জুন বললেন, হৃতিকের শরীরের দেখলেই লোভ হয়!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ম্য়ান ক্রাশ নিয়ে মুখ খোলেন অর্জুন। সেই সাক্ষাৎকারে অর্জুন জানান, ”কখনই পুরুষদের শরীর আমাকে আকর্ষণ করে না। কিন্তু হৃতিকের পেশিবহুল শরীর দেখলে, নিজেকে আটকাতে পারি না। মনে আছে, ধুম ২ দেখেছিলাম। হল থেকে বেরিয়ে হৃতিককে ভুলতেই পারছিলাম না। ওর শরীরের প্রতি একটা লালসা জন্মেছিল। ভাবছিলাম, একবার যদি কাছ থেকে ছুঁয়ে দেখতে পারি। একটা পুরুষ মানুষ, এত সুন্দর হতে পারে!”

Advertisement

মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই অর্জুনের মন কেমন। রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেলেও, অর্জুনের হেলদোল নেই। বরং অর্জুন ডুবে রয়েছেন এক মনখারাপের দিনরাত্রিতেই।

এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, ”একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। তাই একাকীত্ব আমাকে গ্রাস করতে পারেনি।” মালাইকাকে ইঙ্গিত করে অর্জুন বলেন, ”তবে সম্প্রতি যেটা, যেভাবে ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।”

প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোছাপা ছিল অর্জুন-মালাইকার। কিন্তু তার পর একেবারে খুল্লমখুল্লা প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা। শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল।

সম্প্রতি ‘সিংহম এগেইন’ ছবির একটি প্রচারের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তাতে ‘মালাইকা’র নাম শুনেই অর্জুন কাপুর বলে ওঠেন, ” না না! আমি এখন সিঙ্গল। সুতরাং নিশ্চিন্তে থাকুন।” অর্জুনের এই মন্তব্যই যেন তাঁর ও মালাইকার প্রায় ছবছরের সম্পর্ক ভাঙার জল্পনায় সিলমোহর দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement