Advertisement
Advertisement
Babul Supriyo

শিল্পীরা ‘সফট টার্গেট’, কাজে ফিরলেই ট্রোলড! প্রতিবাদে গর্জে উঠলেন বাবুল সুপ্রিয়

নিন্দুকদের খোলা চিঠি তারকা বিধায়কের।

Babul Supriyo wrote open letter to Haters
Published by: Suparna Majumder
  • Posted:September 13, 2024 8:23 pm
  • Updated:September 13, 2024 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে গোটা টলিউড একসঙ্গে রাস্তায় নেমেছে। সঙ্গীতশিল্পীরাও জানিয়েছেন তীব্র প্রতিবাদ। বিচারের দাবিতে করেছেন পদযাত্রা। কিন্তু প্রতিবাদ যেমন চলছে-চলবে, তেমনই তো কাজ করতে হবে। অস্থির সময়ে শিল্পীদের কাজে ফেরা নিয়ে নানা মুনির নানা মত। নিন্দেমন্দও করা হচ্ছে। কড়া ভাষায় তাঁর জবাব দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

Babul
ফাইল ছবি

বর্তমানে তিনি বিধায়ক, মন্ত্রী তথা তৃণমূল নেতা। তবে বাবুল মনেপ্রাণে একজন শিল্পীও। তাই শুক্রবার সোশাল মিডিয়ার মাধ্যমে নিন্দুকদের খোলা চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা এবং বিনোদন জগতের সঙ্গে মানুষজনের কাজে ফেরা নিজে যাঁরা কুমন্তব্য করেছেন বা করছেন তাঁদের একহাত নিয়ে শিল্পী লিখেছেন, “একটা কথা বুঝে নিন, যদি এই শিল্পীদের নম্বর থাকে তাহলে তাঁদের হোয়াটসঅ্যাপ করুন। আর যদি আপনাদের কাছে তাঁদের ফোন নম্বর না থাকে, আপনারা যদি তাঁদের না চেনেন তাহলে নিজেদের মতো করে ভেবে নিয়ে নিন্দা ও কুমন্তব্য করা বন্ধ করুন।”

Advertisement

এর পরই তিনি লেখেন, “আমরা সবাই অপরাধী/অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড চাই। আর জি করের মতো ঘটনার নেপথ্যে থাকা দোষীদের কড়া শাস্তি চাই। কিন্তু আমরা সফট টার্গেট বলেই আমাদের (বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব) হেনস্তা করবেন না। আমরা গান গেয়ে/ অভিনয় করে/ মনোরঞ্জন করে আয় করি।”

Bebu-FB-Post

বাবুল জানান, একটি নামী দুর্গা পুজোর থিম সিং তিনি রেকর্ড করেছেন। সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার পরই সম্ভবত তারকা বিধায়ককে নিন্দার মুখে পড়তে হয়। তিনি জানান, এক দুধ বিক্রেতা, সাফাই কর্মী বা ডেলিভারি পার্সন যেভাবে খেটে নিজেদের রুজি-রুটি জোগাড় করেন, শিল্পীরাও সেভাবেই পরিশ্রম করে রোজগার করেন। প্রসঙ্গত, এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায়, শিলাজিৎও শিল্পীদের কাজ করার অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement