Advertisement
Advertisement

Breaking News

Anirban Bhattacharya

‘শুধু আমার..’, অনির্বাণে মুগ্ধ বাংলাদেশি অভিনেত্রী সঞ্জনা, নায়কের টানে আসবেন কলকাতায়?

টলিউডের 'খোকা'কে নিয়ে ফেসবুকে কী লিখলেন নায়িকা?

Bangladesh actress Sanjana Mehran's loving post about Anirban Bhattacharya
Published by: Suparna Majumder
  • Posted:December 9, 2024 6:14 pm
  • Updated:December 9, 2024 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপার বাংলার ‘অনি’তে মুগ্ধ ওপার বাংলার সঞ্জনা। ‘অনি’ অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য। হ্যাঁ, টলিউডের ‘খোকা’কে বড্ড ভালোলাগে বাংলাদেশি অভিনেত্রী সঞ্জনা মেহরানের। ভারত-বাংলাদেশ সংঘাতের আবহের মাঝেও নিজের ভালোলাগার কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। পরে আবার সংবাদমাধ্যমকে দিয়েছেন প্রতিক্রিয়া।

Anirban-Sanjana-1

Advertisement

বাংলাদেশের থিয়েটার জগতের পরিচিত মুখ সঞ্জনা মেহরান। রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো, তমা মির্জাদের পাশাপাশি তিনিও ছিলেন। বাচিক শিল্পী হিসেবেও সঞ্জনার সুনাম রয়েছে। পাশাপাশি রয়েছে লেখার অভ্যাস। সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন সঞ্জনা। তাতে ছিল অনির্বাণের ছবি। আর ক্যাপশনে লেখা, ‘ভারত দখল কি হয়ে গিয়েছে। না, ইয়ে মানে দখলের পর এই কিউট ছেলেটিতে আমার হাতে তুলে দেবেন। অনি শুধু আমার।’

Sanjana old post

এর পরই আবার ফেসবুকে সঞ্জনা লিখেছেন, ‘হ্যাঁ, আমি অনির্বানকে ভালোবাসি।’ এবিষয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানান, অনির্বাণের চাহনি, হাসি থেকে দাঁতের পাটি, ঠোঁট, উচ্চতা, উচ্চারণ, কণ্ঠস্বর, সবই তাঁর পছন্দ। এমনকী অভিনেতার শরীরী আবেদনের মোহেও তিনি আচ্ছন্ন। মঞ্চে অনির্বাণকে দেখার সুযোগ সঞ্জনার এখনও হয়নি। তবে সিনেমা-সিরিজেই অভিনেতাকে দেখে মুগ্ধ তিনি।

Sanjana new post

ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন আর আগের মতো নেই। তবে এর আগে কলকাতায় এসেছিলেন সঞ্জনা। মায়ের চিকিৎসার জন্য এই শহরে ছিলেন তিনি। ঘুরে দেখেছেন নিউ মার্কেট, বড়বাজারের মতো জায়গা। এবার কি ‘অনি’র টানে কলকাতায় আসবেন? এখন না পারলেও অভিনেত্রী আসবেন। ‘অনিকে বলবেন, ওঁর জন্য খুব তাড়াতাড়ি শহরে আসছে তাঁর সঞ্জনা’, এমনটাই বলেছেন তিনি সংবাদমাধ্যমকে। আপাতত সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ সিনেমার প্রচারে ব্যস্ত নায়িকা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement