BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়কে ‘মৃত’ বলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা!

Published by: Akash Misra |    Posted: April 1, 2023 3:59 pm|    Updated: April 1, 2023 8:43 pm

Bengali star Pallavi Chatterjee faced a Bank fraud | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের বোন অভিনেত্রী, প্রযোজক পল্লবী চট্টোপাধ্য়ায় নাকি মৃত! শুধু তাই নয়, পল্লবীকে মৃত বলে দাবি করে তাঁর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে উধাও হল ৯ লক্ষ ১৭ হাজার টাকা। গোটা ঘটনায় একেবারেই হতবাক পল্লবী।

Pallavi-1

সংবাদমাধ্য়মকে পল্লবী জানিয়েছেন, শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাংকে তাঁর একটি পিপিএফ ফান্ড ছিল। বহু বছর ধরেই সেখানে টাকা সঞ্চয় করতেন পল্লবী। হঠাৎ ব্যাংক থেকে জানানো হয় তাঁর ওই অ্য়াকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়। তাঁর প্রভিডেন্ট ফান্ডের সব গচ্ছিত অর্থ উধাও। অভিনেত্রী মৃত, এই দাবি করেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘আদিরা জন্মের পর ভয়ে ভয়ে দিন কাটাতাম’, কেন একথা বললেন রানি?]

পল্লবী জানিয়েছেন, ”আমি জানতে চেয়েছি ব্যাংকের কাছে আমি যদি মৃত হই, তা হলে তো আমার মৃত্যুর শংসাপত্র তো দেখাতে হবে। সেটা কোথায়? কিন্তু তার উত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতির চক্র চলছে।” এই ঘটনায় এফআইআরও দায়ের করেছেন পল্লবী। তবে ব্যাংকের তরফ থেকে পল্লবীকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে।

Pallavi-2

[আরও পড়ুন:  একেই বলে পালটি, ‘শত্রু’ করণকে দেখেই জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে