৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

গানের অনুষ্ঠানে হঠাৎই চলল গুলি, গুরুতর আহত গায়িকা, অভিযোগ নিতে অনীহা পুলিশের!

Published by: Akash Misra |    Posted: June 2, 2023 9:12 am|    Updated: June 2, 2023 9:12 am

Bhojpuri singer Nisha Upadhyay hit by bullet during celebratory firing in Bihar| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠানের মাঝেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায়। গানের মাঝে বন্দুক দিয়ে আকাশের দিকে গুলি ছোঁড়ার সময়ই আহত হন নিশা। ঘটনাটি ঘটেছে বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামে। তবে এই ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এক ভিডিও থেকেই এই খবর জানা যায়।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গুলিবর্ষনের ফলে গায়িকা নিশার বাম উরুতে গুলি লাগে। এই ঘটনার পরেই নিশাকে পাটনার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। গায়িকার চোট বেশ গুরুতর।

[আরও পড়ুন: ‘শিরদাঁড়া নুইয়ে পড়েছে.. বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’, মোদিকে খোঁচা দিয়ে ঋদ্ধির কবিতা]

এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাইও। তাঁর বক্তব্য, সংস্কৃতির আসরে উদ্‌যাপনের জন্য গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার কথাই বলেন তিনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।

[আরও পড়ুন: সুপারস্টারদের টেক্কা! কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছেন কিয়ারা, দাম শুনলে মাথা ঘুরবে!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে