Advertisement
Advertisement
Bhool Bhulaiyaa 3

২৭০০ টাকায় বিকোচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট, চড়া দামে মাথায় হাত দর্শকদের!

অগ্রিম বুকিংয়েই বক্স অফিসে 'সিংহম এগেইন'কে হুঁশিয়ারি 'ভুল ভুলাইয়া ৩'র।

Bhool Bhulaiyaa 3: Mumbai Sells Most Expensive Ticket For Kartik Aaryan Film
Published by: Sandipta Bhanja
  • Posted:October 30, 2024 6:27 pm
  • Updated:October 30, 2024 6:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) সিনেমার টিকিটের চাহিদা তুঙ্গে। মুক্তির পয়লা দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে। আর দর্শকদের মধ্যে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখার এহেন চাহিদা দেখে মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট।

দেশের বিভিন্ন শহরে অ্যাডভান্স বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হালের হাঁড়ির খবর নিয়ে জানা গেল, ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিটের দাম শুরু হয়েছে ১০০ টাকা থেকে। তবে সর্বোচ্চ কতটা চড়া দামে বিকোচ্ছে টিকিট? জানলে ‘থ’ হবেন! মুম্বইতে দর্শক-অনুরাগীদের উত্তেজনার পারদ এতটাই তুঙ্গে যে ২৭০০ টাকাতেও টিকিট কিনতে দ্বিধাবোধ করছেন না। সেরকমই চিত্র দিল্লিতেও। রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়। কোথাও বা আবার ২৬০০ টাকায়।

Advertisement

প্রসঙ্গত, অগ্রিম বুকিংয়েই বাজিমাত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির। বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেন্ড যা বলছে, দিওয়ালির সপ্তাহেই কামাল দেখাবে এই ছবি। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৫ লক্ষ টাকার উপর। তবে বিশেষজ্ঞরা বলছে, দিওয়ালি যত কাছে আসবে ততই বাড়বে ‘সিংহম এগেইন’ ছবির ব্যবসা।

দিওয়ালির মরশুমে এবার দু দুটি বিগ বাজেট বলিউড সিনেমা। দুটি ছবিতেই তাক লাগানো স্টার কাস্ট। একে, রোহিত শেট্টির মারকাটারি অ্যাকশনের ‘পুলিশি ব্রহ্মাণ্ড’। অভিনয়ে কে নেই? বলিউডের তাবড় সব নাম। অজয় দেবগণ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, অক্ষয় কুমার, অর্জুন কাপুর-সহ আরও অনেকে। উপরন্তু, চুলবুল পাণ্ডের ভূমিকায় সলমন খানের স্পেশাল এন্ট্রি। একফ্রেমে পর্দায় এত তারকা সমাহারের লোভ সংবরণ করা দর্শকদের পক্ষে অসম্ভব। অন্যদিকে, ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার বিশেষ আকর্ষণ মাধুরী দীক্ষিত, বিদ্যা বালন- দুই মঞ্জুলিকা রহস্য। সঙ্গী ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ান তো রয়েইছেন। এই সিনেমাতেই আবার বিশেষ চরিত্রে দেখা যাবে বাংলার কাঞ্চন মল্লিককে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement