Advertisement
Advertisement

Breaking News

আমির খান

অজয়ের পর আমির, ডিসেম্বরেই ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে কলকাতায় আসছেন অভিনেতা!

কলকাতার এই জায়গাতেই শুটিং করবেন মিস্টার পারফেকশনিস্ট।

Bollywood actor Aamir Khan to come in Kolkata in December
Published by: Sandipta Bhanja
  • Posted:December 1, 2019 6:23 pm
  • Updated:December 1, 2019 6:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই শুটিংয়ের জন্য শহরে পা রেখেছিলেন অজয় দেবগন। অমিত শর্মা পরিচালিত ‘ময়দান’ ছবির জন্য কলকাতায় শুট করে গেলেন অজয়। এবার আরও এক বলিউড অভিনেতা তাঁর আগামী ছবির শুটিংয়ের জন্য আসতে চলেছেন কলকাতায়। অজয়ের পর এবার আমির খান পা রাখছেন কলকাতায়। সৌজন্যে ‘লাল সিং চাড্ডা’।

সূত্রের খবর, গত এপ্রিল মাসেই কলকাতায় এসে ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য রেইকি করে গিয়েছিলেন আমির। ছবির একটি দৃশ্যের জন্য হাওড়া ব্রিজ তাঁর বেশ মনে ধরেছে। বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেকের জন্য লোকেশন হিসেবে আমিরের নাকি ১০০টি জায়গা পছন্দ হয়েছে। তার মধ্যে অন্যতম কলকাতার হাওড়া ব্রিজ।

Advertisement

কলকাতায় শীতের আমেজ মানেই কেক-পেস্ট্রি, কমলালেবুর খোসা। আর তার সঙ্গে বলিউডি ছবির শুটিংয়ের ভীড়। এই শীতেও অজয়ের পর কলকাতায় শুটিংয়ের জন্য পা রাখছেন আমির খান। তা কলকাতায় কবে আসছেন বলিউডের লাল সিং চাড্ডা? ডিসেম্বরের ৮ তারিখেই কলকাতায় আসছেন মিস্টার পারফেকশনিস্ট। তবে এক দিনের জন্যই আসছেন। সূত্র তো অন্তত এমনটাই বলছে। তবে হ্যাঁ, কলকাতার রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ যদি পাগড়ি পড়া, ইয়াব্বড় দাঁড়ি-গোঁফওয়ালা কাউকে দেখতে পান আমির খানের মতো, তাহলে কিন্তু ভূত দেখার মতো অবাক হবেন না! সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। সেখানে আমিরকে সর্দারজির বেশে দেখা গিয়েছে। ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন করিনা কাপুর খান। তবে আমিরের সঙ্গে করিনাও কলকাতায় আসছেন কি না, তা এখনও জানা যায়নি।  

Advertisement

[আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন জুন-সৌরভ, দেখুন বিয়ের ছবি ]

হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তাঁর পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে। সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২০ সালে।

[আরও পড়ুন: আমাজনে আগুন লাগাতে টাকা দিয়েছিলেন লিওনার্দো, বিস্ফোরক ব্রাজিল প্রেসিডেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ