সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পায়েল ঘোষের (Payal Ghosh) যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অনুরাগ কশ্যপকে (Anurag Kashyap) সমন পাঠাল মুম্বই পুলিশ। কাল, বৃহস্পতিবার মুম্বইয়ের ভরসোভা থানায় হাজির হতে হবে অনুরাগকে। বেলা এগারোটা নাগাদ তাঁকে উপস্থিত হতে বলা হয়েছে।
Mumbai Police summons film director Anurag Kashyap (in file photo) asking him to appear at Versova Police station tomorrow at 11 am, in connection with the alleged sexual assault against actor Payal Ghosh. pic.twitter.com/JLnlgO6Pzb
— ANI (@ANI) September 30, 2020
[আরও পড়ুন: করোনা আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী, ভরতি কলকাতার বেসরকারি হাসপাতালে]
পায়েল ঘোষের হাত ধরেই বলিউডে ফের ‘মি টু’ (#Me Too) আন্দোলন শুরু হয়েছে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় অনুরাগের বিরুদ্ধে পায়েল অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, বন্ধ ঘরে পোশাক খুলে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন অনুরাগ। পায়েলের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হতেই জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে তাঁকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর ভরসোভা থানায় গিয়ে অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেন পায়েল। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অনুরাগ।
সপ্তাহের শুরুতেই আবার ভরসোভা থানায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন পায়েল। কেন বলিউড পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানতে চান। অবিলম্বে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশনে যাওয়ার হুমকি দেন। মঙ্গলবার এ বিষয়ে তিনি আবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির (Bhagat Singh Koshyari) সঙ্গেও দেখা করেন। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ রামদাস আঠাওয়ালে (Ramdas Athawale)। এরপর বুধবারই অনুরাগ কশ্যপকে সমন পাঠায় মুম্বই পুলিশ। ইতিমধ্যেই পায়েলকে সমর্থন করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut), রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। অনুরাগের পক্ষ নিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu), রিচা চড্ডা, হুমা কুরেশি, রাধিকা আপ্টে এবং অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিনের মতো তারকারা।