Advertisement
Advertisement
Salman Khan

এবার সলমনের নায়িকা চিত্রাঙ্গদা, কোন ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন?

ছবিতে উঠে আসবে সামরিক অভিযানের এক ঘটনা। 

Chitrangda Singh to star opposite Salman Khan in Apoorva Lakhia's next film

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 17, 2025 3:54 pm
  • Updated:June 19, 2025 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের নতুন ছবির জন্য তাঁর অনুরাগীরদের অপেক্ষা নতুন কিছু নয়। পর্দায় বলিউডের ভাইজানের উপস্থিতি মানেই নতুন ম্যাজিক তৈরি হওয়া। এবারও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই নতুন চমক নিয়ে ফিরছেন সলমন খান তাঁর আগামী ছবিতে। 

Advertisement

সলমনের নতুন এই ছবির সবথেকে বড় চমক হল এই ছবির জুটি। এবার অপূর্ব লাখিয়ার ছবির হাত ধরেই নাকি এই প্রথম জুটি বাঁধতে চলেছেন ভাইজান ও চিত্রাঙ্গদা সিং। আর সেই খবর শোনার পর থেকেই সলমনভক্তদের মনে এক অন্য উন্মাদনা তৈরি হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। তুলে ধরা হবে সামরিক অভিযানের এক ঘটনা। তবে এর আগেও যে ছবিতে চমক দিয়েছেন বলিউডের ভাইজান তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাঁর সবকটি ছবিই কমবেশি মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে। বয়সে ছোট বা নতুন প্রজন্মের বহু অভিনেত্রীর সঙ্গেই জুটি বেঁধে এর আগে তাক লাগানোর চেষ্টা করেছেন সলমন। কিন্তু সেই সবকটি চেষ্টাই গেছে বিফলে। সাফল্যের মুখ সেভাবে দেখতে পারেনি তাঁর ছবি।এবার এই নতুন জুটিকেই বা কতটা গ্রহণ করবে দর্শক তা তো সময়ই বলবে। 

Salman Khan
ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের ভাইজানকে শেষ দেখা গিয়েছিল ‘সিকন্দর’ ছবিতে। যা ছিল ২০২৫ সালের ইদে মুক্তিপ্রাপ্ত ছবি। আর তারপর থেকেই তাঁর ভক্তদের মনে তাঁকে ফের পর্দায় দেখায় অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল। এবার সেই অপেক্ষার যে অবসান ঘটতে চলেছে খুব শীঘ্র তা বলাই বাহুল্য। যদিও নতুন এই ছবির নাম নির্ধারিত হয়নি। এমনকী এই ছবি মুক্তি কবে পাবে বা শুটিং সংক্রান্ত কোনও তথ্যও এখনও দেওয়া হয়নি। অন্যদিকে এর আগে পরিচালক অপূর্ব লাখিয়া দর্শককে উপহার দিয়েছেন, ‘ শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘হাসিনা পারকার’ এর মতো ছবি। তাই তাঁর থেকেও দর্শকের প্রত্যাশা কম নয়। সব মিলিয়ে পর্দায় নতুন এই ম্যাজিক দেখার জন্য অপেক্ষা শুরু হল দর্শকের।

Chitrangda Singh
ছবি: ইনস্টাগ্রাম

উল্লেখ্য, পরিচালকের এই ছবির হাত ধরেই চিত্রাঙ্গদা তাঁর ফিল্মি কেরিয়ারে আরও এক মাইলস্টোন তৈরি করতে চলেছেন। নতুন এই ছবির দৌলতেই অভিনেত্রী বলিউডের সুপারস্টারের সঙ্গে বড় এক বাণিজ্যিক ছবিতে কাজের সুযোগ পেতে চলেছেন। উল্লেখ্য সাম্প্রতিককালে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে চিত্রাঙ্গদার অভিনয় প্রশংসা পেয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement