সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় না জানায় বেঙ্গালুরু বিমানবন্দরে বিপাকে পড়লেন জনপ্রিয় কোরিওগ্রাফার সলমন ইউসুফ খান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে গোটা কাণ্ডের কথা বললেন ইউসুফ। তাঁর অভিযোগ বেঙালুরু বিমানবন্দরে এক অভিবাসন অফিসার তাঁকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘আরাম আমার পছন্দ নয়!’, হলিউডে বসে ‘বলিউড বাদশা’ শাহরুখকে খোঁচা প্রিয়াঙ্কার ]
ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে সলমন জানালেন, ”বেঙ্গালুরু থেকে দুবাই যাওয়ার সময় এক ইমিগ্রেশন অফিসার আমার সঙ্গে কন্নড় ভাষায় কথা বলেন। আমি তাঁকে জানাই, আমি কন্নড় জানি না। অফিসার আমাকে জানান, বেঙালুরুতে জন্মেও কন্নড় জানো না! আমি তোমাকে সন্দেহের চোখে দেখছি। আমি গোটা বিষয়টার প্রতিবাদ করি। এরপর আমার সঙ্গে অভব্য ব্যবহারও করেন অফিসার। গোটা ঘটনায় আমি বেশ হতবাক। আমি তাঁকে জানাই, আপনার মতো অশিক্ষিত মানুষ থাকলে কোনও দিন আমাদের দেশ উন্নতি করতে পারবে না। আমার মুখে এমন কথা শোনার পর তিনি চুপ করেন।”