Advertisement
Advertisement
Darshana Banik

দর্শনা বণিক ‘সুচিত্রা সেন’! ‘যমালয়ে জীবন্ত ভানু’র নয়া চমক

ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

Darshana Banik as Suchitra Sen in Jomaloye Jibonto Bhanu
Published by: Suparna Majumder
  • Posted:August 5, 2024 6:37 pm
  • Updated:August 5, 2024 6:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুচিত্রা সেন। নামেই যেন দুরন্ত এক জাদু রয়েছে। এই জাদুকাঠির ছোঁয়া পেলেন দর্শনা বণিক (Darshana Banik)। সিনেমার পর্দায় এবার তাঁকে দেখা যাবে মহানায়িকার ভূমিকায়। তাতেই উচ্ছ্বসিত অভিনেত্রী। সুচিত্রা সেনের লুকে দর্শনার একটি ছবিও প্রকাশ্যে এসেছে।

Darshana-Suchitra-inside

Advertisement

দর্শনার এই সাজ কৃষ্ণেন্দু চট্টোপাধ‌্যায়ের পরিচালনায় তৈরি ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমার জন্য। রুপোলি পর্দার অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি এই ছবি। মলাটরোলে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দর্শনা জানিয়েছেন, সিনেমায় ‘সাড়ে চুয়াত্তর’ ছবির শুটিংয়ের একটি দৃশ্য রয়েছে। তাতেই সুচিত্রা সেনের (Suchitra Sen) ভূমিকায় দর্শনাকে দেখা যাবে।

[আরও পড়ুন: হাসিনার বাসভবনে তালিবানি কায়দায় লুটতরাজ, মুজিবকন্যার বিছানা দখল, মুরগি-পায়রা ফ্রিজের মাছ চুরি]

‘মাসিমা, মালপো খামু’, বাংলা সিনেমার দর্শকদের কাছে এই সংলাপের জাদু আজও অমলিন। তা ‘যমালয়ে জীবন্ত ভানু’তে আবারও দেখা যাবে। দর্শনা জানান, ফেব্রুয়ারি মাসে তিনি দার্জিলিংয়ে ছিলেন। তখনই পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ‌্যায়ের ফোন আসে। তিনি সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দর্শনাকে দেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Basabdatta Chatterjee (@basabdatta.official)

সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়! দর্শনা যেন নিজের কানকেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। সবটা শোনা পর আর না করার অবকাশই ছিল না। কলকাতায় ফিরেই আবারও ‘সাড়ে চুয়াত্তর’ দেখে ফেলেন অভিনেত্রী। তবে সুচিত্রা সেনের মুখের সঙ্গে তাঁর মুখের মিল নেই। তা নিয়ে একটু হলেও চিন্তা ছিল দর্শনার। এই মুশকিল আসান করেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। শিফন শাড়ি, খোলা চুল, মাথায় লেসের ফিতে দিয়ে দর্শনাকে তিনি করে তোলেন ‘সুচিত্রা সেন’।  নতুন এই ছবির প্রযোজনায় সুমনকুমার দাস। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রাজা নারায়ণ দেব। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darshana Banik (@darshanabanik)

[আরও পড়ুন: দেশ ছেড়েছেন হাসিনা, কী বলছেন মিথিলা-নিপুণ-ফারুকীরা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement