Advertisement
Advertisement
Deepika Padukone

‘ভালোবাসা চাই…!’ আচমকাই লাইভে এসে দীপিকার আবদার, হঠাৎ কী হল?

সেপ্টেম্বর মাসে ভূমিষ্ঠ হবে দীপিকার সন্তান।

Deepika Padukone Virtually Meets Fans
Published by: Akash Misra
  • Posted:August 2, 2024 8:44 pm
  • Updated:August 2, 2024 8:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের মাসেই ভূমিষ্ঠ হবে দীপিকা ও রণবীরের সন্তান। এই মুহূর্তে তাই কাজকম্ম ছেড়ে বাড়িতেই বিশ্রামে রয়েছেন হবু মা দীপিকা। তবে বাড়িতে থাকলেও, যেন দীপিকার মন পড়ে রয়েছে ফিল্মি দুনিয়ায়, অনুরাগীদের কাছে। তাই তো ঝটপট, সুযোগ পেয়ে সোশাল মিডিয়ার লাইভে এসে পড়লেন দীপিকা।

ব্য়াপারটা হল, ‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি দীপিকা। নানা ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়েছিলেন দীপিকা। তাই এবার সুযোগ পেয়ে লাইভে এসে অনুরাগীদের ধন্যবাদ দিলেন তিনি। দীপিকা বলেন, ”কল্কিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে গোটা টিম। ভবিষ্যতে আরও ভালোবাসা চাই।”

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে প্রতিবাদী আইরা, মেয়ের শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা ‘আব্বু’ সৃজিতের]

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘কল্কি’র বিজয়রথ। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাড় করিয়েছে এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে ছক্কা হাঁকিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাসরা। দর্শকদের ‘পাখির চোখ’ বর্তমানে ‘Kalki 2898 AD’ সিনেমার সিক্যুয়েল। গল্পের চরিত্রদের মোড় কোন দিকে ঘোরে? কৌতূহলের পারদ বাড়ছে চড়চড়িয়ে। শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে ছেঁটে ফেলেছেন পরিচালক নাগ অশ্বীন।

‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন। যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়েছেন। কিন্তু এবার ‘কল্কি’ সিক্যুয়েল নিয়ে নতুন আপডেট। সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন।

কিন্তু কেন ‘কল্কি’র দ্বিতীয় পর্বে বাদ দীপিকা? বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রথমটায় দীপিকার সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল। নাগ অশ্বীন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিক্যুয়েল পর্দায় আনতে চাইছেন তাঁরা। দীপিকাকে ছাড়া কীরকম প্রভাব পড়বে দর্শকদের মনে? সিনেমার সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। কারণ সিক্যুয়েলেও যে ক্যাশবাক্সে লক্ষীর কৃপা থাকবে, তাঁরা একপ্রকার নিশ্চিত। তাই কোনওমতেই দেরি করা সম্ভব নয়। এমতাবস্থায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন ‘কল্কি’ সিক্যুয়েল নির্মাতারা। যদিও খবরে সিলমোহর বসাননি কেউ।

[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে ED ছুটছে পিছনে! ৩ কোটির গাড়ি কিনে ‘দেখনদারি’ রাজ-শিল্পার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement