Advertisement
Advertisement

Breaking News

Dev-Rukmini

পাহাড়-বালির মাঝে দেব-রুক্মিণী, কোথায় গিয়েছেন তারকা যুগল?

কাজের ফাঁকে সুযোগ পেলেই বেড়াতে চলে যান টলিপাড়ার 'প্রধান' ও 'বিনোদিনী'।

Dev and Rukmini Maitra shared vacation pictures
Published by: Suparna Majumder
  • Posted:August 11, 2024 3:54 pm
  • Updated:August 11, 2024 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে পাহাড়, অন্যদিকে বালি। তাতেই প্রশ্রয় পাচ্ছে সোনালি রোদ। এমনই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিলেন দেব (Dev)। রুক্মিণীর পোস্টেও পাহাড়-বালির প্রাচুর্য। কোথায় গেলেন তারকা যুগল? এই প্রশ্ন অনুরাগীদের মনে।

Dev-Insta-post

Advertisement

কোথায় গিয়েছেন, তা বোধহয় খোলসা করতে চান না দেব। ইনস্টাগ্রাম স্টোরির গানে যেন তেমনই ইঙ্গিত। অন্যদিকে রুক্মিণীর (Rukmini Maitra) শেয়ার করা ছবিতে লেখা, ‘ছুঁয়ে ফেললাম।’ অবশ্য ছবি দেখে মনে হচ্ছে, সৌদি আরবের কোনও মনোরম স্থানে ছুটি কাটাতে গিয়েছেন টলিপাড়ার ‘প্রধান’ ও ‘বিনোদিনী’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

 

[আরও পড়ুন: সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে কাজলের নয়া সমীকরণ! প্রাক্তন নায়কের ছেলেকে নিয়ে কী বললেন অভিনেত্রী?]

দেবের ‘পরাণ’ তাঁর জন্যই ‘জ্বলিয়া যায়’, একথা এখন সবাই জানে। কিন্তু খবর যখন প্রথম ফাঁস হয়েছিল, তখন রুক্মিণী মৈত্রকে বেশ বিপাকে পড়তে হয়েছে। বাড়িতে হয়েছিল হুলুস্থূল কাণ্ড। মায়ের হাতে চড় পর্যন্ত খেয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নিজেই ফাঁস করেন এই তথ্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ❤️DEV LOVER❤️ (@dev_._lover)

অভিনেত্রী জানান, খবরের কাগজের প্রথম পাতায় বেরিয়ে যায় দেব ও তাঁর সম্পর্কের খবর। আর এতেই হইচই পড়ে যায়। রুক্মিণীর বাবার পরিবারের কাছে একটা বড় ‘টপিক’ হয়ে ওঠে। খবরের কাগজের প্রিন্ট আউট নিয়ে গিয়ে রাখা হয়। তা দেখিয়েই কটাক্ষ করা হয়। ভাবখানা এমন যেন, দ্যাখো মেয়ে কী করছে! এতেই রেগে গিয়েছিলেন রুক্মিণীর মা। মেয়েকে থাপ্পড় মেরেছিলেন তিনি। অবশ্য সেসব এখন অতীত। একসঙ্গে বেশ ভালোই আছেন তারকা যুগল। কাজের ফাঁকে সময় পেলেই বেড়াতে বেরিয়ে যান। সোশাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন অনুরাগীদের জন্য।

[আরও পড়ুন: অলিম্পিক শেষের আগেই পদকের হাল খারাপ! সোশাল মিডিয়ায় হাহুতাশ মার্কিন অ্যাথলিটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ