সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি বাংলাদেশের একটিও ছবি। তবে আজ অর্থাৎ শনিবার থেকে ঢাকায় শুরু হওয়া রেইনবো চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল ৪ টি ভারতীয় ছবি। যার মধ্যে রয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’। তালিকায় রয়েছে, পরিচালক শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’ও। রয়েছে পরিচালক যতলা সিদ্ধার্থ’র ‘ইন দ্য বেলি অফ এ টাইগার’, পরিচালক অভিলাষ শর্মা’র ‘সোয়াহা’, পরিচালক উজ্জ্বল পলের ‘ক্লার্ক’।
ঢাকায় এই সিনে উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। দেশ বিদেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। থাকবে সেমিনার। এতে দেশের তারকা শিল্পী-নির্মাতাদের পাশাপাশি অংশ নিতে উপস্থিত হবেন নানা দেশের সিনেমার মানুষ।
প্রতিবারের মতো এবারেও এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল বিশ্বাস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ-সহ দেশ বিদেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে এই সিনে উৎসবে। থাকবে নানা রকম সেমিনারের আয়োজন।
উৎসবে ছবিগুলি প্রদর্শিত হবে ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.