সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘সর্দার ৩’ ছবির। দিন কয়েক আগেই ক্যামেরার নেপথ্যের একগুচ্ছ মুহূর্ত শেয়ার করে ‘খাল কেটে বিতর্ককে হাঁক দিয়েছিলেন’ দিলজিৎ দোসাঞ্ঝ। তবে সম্প্রতি জটিলতা বাড়ে গেরুয়াপন্থী ফিল্ম সংগঠন চিত্রপট কামগর অঘোরীর বয়কটের দাবিতে। আসলে একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করেই বিপাকে পড়েছেন দিলজিৎ। এবার পাঞ্জাবি সুপারস্টারের সিনেমা ঘিরে আপত্তি তুলল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া।
পহেলগাঁও সন্ত্রাসের পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ ‘কুম্ভীরাশ্রু’ বলেও কটাক্ষ করেছে। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই চৌকাঠ পেরিয়ে ভারতে ঢুকতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। এমতাবস্থাতেই রিলিজের প্রাক্কালে বিতর্কের শিরোনামে ‘সর্দার ৩’। কারণ দিলজিতের এই সিনেমায় হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। আর সেই প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ওই ফিল্ম সংগঠন।
শুক্রবার এক বিবৃতি জারি করে FWICE-এর সভাপতি বিএন তিওয়ারি জানিয়েছেন, “যদি দিলজিৎ দোসাঞ্জ বা অন্য কোনও শিল্পী যদি ক্রমাগত এধরনের কাজ করতে থাকেন, তাহলে শুধু তাদের ছবির বিরুদ্ধেই নয়, বরং তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। অসহযোগিতার অভিযোগ আনা হবে সেসমস্ত শিল্পীদের বিরুদ্ধে। আমাদের কাছে বিশ্বাসঘাতকদের কোনও স্থান নেই। যারা দেশ বিরোধী কাজ করে সিনেদুনিয়া কোনওদিন তাদের সমর্থন করবে না। এমন লোকদের অবিলম্বে থামিয়ে দেওয়া দরকার, যারা ভারতে বসে বাইরের লোকদের সাহায্য করছে। এরকম একাধিক নাম আসছে আমাদের কাছে। তাই দেশের স্বার্থে যদি তারা পাশে না থেকে তাহলে ইন্ডাস্ট্রি থেকে তাদের বহিষ্কার করা হবে।” এর আগে সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে দিলজিৎ দোসাঞ্ঝের ‘সর্দার ৩’ সিনেমাকে ছাড়পত্র না দেওয়ার আবেদন জানিয়েছিল ফিল্ম সংগঠন।
দিন দুয়েক আগে বিজেপিপন্থী ফিল্ম সংগঠন সাফ জানিয়ে দেয়, “ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ আমরা মোটেই বরদাস্ত করব না। তাই বিজেপি চিত্রপট কামগর অঘোরীর দাবি, ‘সর্দার ৩’ যেন কোনওমতেই সেন্সর বোর্ডের ছাড়পত্র না পায়। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়, এটা দেশের ভাবাবেগ, মান-মর্যাদায় আঘাত করা।” আর সেই প্রেক্ষিতেই বয়কটের দাবি তুলেছে সংশ্লিষ্ট সংগঠন। পাক মুলুকের তারকাদের কাস্ট করায় পাশাপাশি নেটপাড়াতেও দিলজিৎকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.