Advertisement
Advertisement
Dipika Kakar

অস্ত্রোপচারের পর প্রথমবার ক্যামেরার সামনে, কেমন আছেন ক্যানসারে আক্রান্ত দীপিকা?

দীর্ঘ চোদ্দ ঘণ্টার অস্ত্রোপচারের পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী দীপিকা কক্কর।

Dipika Kakar health update after surgery

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 10, 2025 4:59 pm
  • Updated:June 10, 2025 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চোদ্দ ঘণ্টার অস্ত্রোপচারের পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী দীপিকা কক্কর। স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভ্লগে এসে নিজের স্বাস্থ্যের খুঁটিনাটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে অভিনেত্রী। আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি।

কেমন আছেন এখন দীপিকা? ওই ভ্লগে দীপিকা বলেন, “এই সময়টায় এটুকুই বলব প্রত্যেকে আমার জন্য অনেক প্রার্থনা করেছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। হাসপাতালেও সকলে ভীষণরকম আমার আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। এমনকী অন্যান্য রোগীরাও আমার জন্য প্রার্থনা করেছেন। আমি এখন অনেকটাই ভালো আছি। একটু একটু করে সেরে উঠছি।”

 

গত মে মাসে সামনে আসে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকার অসুস্থতার কথা। অভিনেত্রী নিজেই জানিয়ছিলেন তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম ভ্লগে বলেন, “দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনও সমস্যা হয়েছে। যখন আমি চণ্ডীগড়ে ছিলাম তখন ওর পেটে ব্যথা শুরু হয়। আমরা ভেবেছিলাম হয়তো অম্বলজনিত সমস্যা। কিন্তু ব্যথা কিছুতেই যখন কমছে না তখন পারিবারিক চিকিৎসকের কাছে যান দীপিকা। পারিবারিক চিকিৎসক আমার বাবারও চিকিৎসা করেন। তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন। বেশ কয়েকটি রক্তপরীক্ষা করাতে বলেন। ৫ মে পর্যন্ত অ্যান্টিবায়োটিক খান দীপিকা। সেই সময় তিনি সুস্থই ছিলেন। বাবার জন্মদিনের পর আবার পেটে ব্যথা শুরু হয়। ইতিমধ্যে রক্তপরীক্ষার রিপোর্টও চলে আসে। যখন বোঝা যায় শরীরে কিছু একটা সংক্রমণ হয়েছে।”

এরপরই সমস্ত রিপোর্ট থেকে জানা যায় লিভার টিউমারে আক্রান্ত হয়েছেন দীপিকা। ভ্লগে দুঃসংবাদ শোনান অভিনেত্রীর স্বামী শোয়েব। কোলের সন্তান এখনও স্তন্যপান করে। মাকে ছাড়া একমুহূর্তও চলে না একরত্তির। মাতৃত্ব নিয়ে যখন ব্যস্ত অভিনেত্রী দীপিকা কক্কর, ঠিক সেই সময় তাঁর জীবনে ঘনিয়ে আসে ঘোর বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। এবার সেই অস্ত্রোপচারের পরই নিজের শারীরিক অবস্থার কথা জানালেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement