সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) জীবনে ফের বসন্তের ছোঁয়া। রাখঢাক না করে প্রেমদিবসেই ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন পরিচালক। পরবর্তী ছবি ‘রাস’-এর সেটেই শুরু তাঁদের প্রেমকাহন। কে সেই নারী? নাম আলোকবর্ষা বসু। ছবিতে তথাগতর সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। দুজনের পেশা এবং ভাবনাগত মিলই এই সম্পর্কের সমীকরণে অনুঘটকের কাজ করেছে বলে খবর। এবার নতুন প্রেমিকার ক্যামেরার কেরামতিতে অন্য অবতারে ধরা দিলেন পরিচালক।
আগামী ছবি ‘রাস’ নিয়ে বর্তমানে শশব্যস্ত তথাগত মুখোপাধ্যায়। তার মাঝেই পরিচালকের জীবনে নতুন প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই গুঞ্জনযজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল রবিবার রাতে সোশাল মিডিয়ার একটি পোস্ট। যেখানে তথাগতকে দেখা গেল আলো-আঁধারিতে অনাবৃত ঊর্ধ্বাঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। এই প্রথম শার্টলেস ছবিতে দেখা গেল তাঁকে। উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ। জানলা দিয়ে ঢোকা একফালি রোদ গায়ে মেখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। কোলে বালিশ। চিন্তায় মগ্ন তথাগত। উল্লেখ্য, এই ছবি প্রথমে শেয়ার করেছেন আলোকবর্ষা বসু। কারণ ক্যামেরার নেপথ্যের মানুষটি তিনিই। সেখান থেকেই তথাগত-আলোকবর্ষার প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়ে।
সংবাদ মাধ্যমের কাছে পরিচালক সলজ্জভাবেই জানিয়েছেন, এই ছবি আলোকবর্ষা বসুরই তোলা। তবে শুটের জন্য নয়, বরং শুটের অবসরে। উত্তর কলকাতার ছেলে হওয়ার সুবাদে মাঝেমধ্যে বাড়িতে খালি গায়ে থাকার অভ্যেস রয়েছে তাঁর। তেমনই এক মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁর নতুন প্রেমিকা। যেটা তিনি ভা৯গ করে নিয়েছিলেন সোশাল মিডিয়ায়। পরে তথাগত নিজেও শেয়ার করেন সেই ছবি। ক্যাপশনে লেখা- ‘একজন খুব ভালো আলো ধরতে পারে ক্যামেরায়।’ যদিও পুরো ছবিটাই অতর্কিতে তোলা। কোনও পোজ নয়। সেকথাও জানিয়েছেন পরিচালক। তথাগত মুখোপাধ্যায়ের সেই ছবি সোশাল মিডিয়াতেও বেশ প্রশংসিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.