Advertisement
Advertisement

Breaking News

Ekta Kapoor

প্রশংসা মোদি-শাহর, ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর সাফল্যে পুরীর জগন্নাথধামে পুজো একতা কাপুরের

একতার মুখে 'জয় জগন্নাথ' ধ্বনি। দেখুন ভিডিও।

Ekta Kapoor seeks blessing at Jagannath Temple in Puri for The Sabarmati Report

ছবি- ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 4, 2024 3:48 pm
  • Updated:December 4, 2024 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের অঙ্কের দৌড়ে ‘দ্য সবরমতী রিপোর্ট’ পিছিয়ে গেলেও সিনেসমালোচকদের কলমে মার্কশিটে ভালো নম্বর বসেছে। গোধরা কাণ্ড অবলম্বনে এই ছবি পদ্মশিবিরেও বহুল প্রশংসিত হয়েছে। সোমবারই সংসদভবনে নরেন্দ্র মোদি, অমিত শাহরা একসারিতে বসে এই সিনেমা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর (The Sabarmati Report) এহেন সাফল্য আসতেই এবার পুরীর জগন্নাথধামে পুজো দিলেন একতা কাপুর (Ekta Kapoor)।

বুধবার জগন্নাথভূমে ক্যামেরাবন্দি আধ্যাত্মিক মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রযোজক একতা। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলেই পুরীতে পৌঁছে গিয়েছিলেন তিনি। আর বুধবার কাকভোরে উঠে মন্দির প্রাঙ্গণের ইতি উতি ঘুরে পুজো দিয়েছেন একতা কাপুর। তাঁর মুখে ‘জয় জগন্নাথ’ ধ্বনি। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা- ‘জগন্নাথপুরী, জয় গোবিন্দা’। একতা বরাবরই আধ্যাত্মিক। ঈশ্বরে বিশ্বাসী প্রযোজক দিন কয়েক আগেই ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর এক সাংবাদিকবৈঠকে নাস্তিকদের একহাত নিয়েছিলেন। এবার সেই ছবির ঝুলিতে সাফল্য আসতেইপুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ‘টেলিভিশন ক্যুইন’ তথা প্রযোজক।

Advertisement

গোধরা কাণ্ডের সময়ে মোদি ছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই ইস্যু নিয়ে কম রাজনৈতিক জলঘোলা হয়নি! বিতর্কিত ঘটনা অবলম্বনে ছবিতে অভিনয় করে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন বিক্রান্ত। এদিকে সোমবার পার্লামেন্টে ছবির স্পেশাল স্ক্রিনিং থেকে বেরিয়ে আপ্লুত মোদি। এক্স প্রোফাইলেই একতা, বিক্রান্ত মাসে-সহ গোটা টিমকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবির সঙ্গী ছিল বিতর্ক। তবে রিলিজের তিন দিনের মাথাতেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে প্রশংসা আসে। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির ভূয়সী প্রশংসা করে মোদি লেখেন, ‘সত্যিটা এই ছবির মাধ্যমে উন্মোচিত হয়ে খুব ভালো হল। যেখানে সাধারণ মানুষের কাছেও সত্যিটা পৌঁছে যাবে। ভুয়ো তথ্য কিংবা অপপ্রচারের আয়ু খুব বেশিদিন হয় না। স্বাভাবিকভাবেই সত্যিটা বেরিয়ে আসে।’ প্রশংসা করেছেন অমিত শাহও। এমনকী বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাটেও করমুক্ত করে দেওয়া হয় এই ছবিকে। আর সোমবার সংসদভবনে সকলের প্রশংসা কুড়নোর পর থেকেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন একতা কাপুর। তার পর আর দেরি করেননি। মঙ্গলবারই পৌঁছে গিয়েছেন পুরীতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement