সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত পাঁচ বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও কপাল ফেরেনি কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা অভিনেত্রীর। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে যখন কলঙ্ক, তখন ইন্দিরা গান্ধীর হাত ধরেই শাপমোচন হল কঙ্গনার। ফ্লপের ফাঁড়া কাটিয়ে ‘এমার্জেন্সি’র (Emergency box office Day) ওপেনিং ইনিংসেই ছক্কা হাঁকালেন অভিনেত্রী-প্রযোজক তথা পরিচালক।
কথাতেই আছে, সবুরে মেওয়া ফলে! ‘এমার্জেন্সি’কে মুক্তির আলো দেখাতে কম লড়াই করেননি কঙ্গনা রানাউত। শিখ সম্প্রদায়ের বয়কট, একাধিক আইনি বিতর্ক, বার বার রিলিজ পিছিয়ে যাওয়া, শত প্রতিকূলতার মাঝেও ময়দান ছাড়েননি তিনি। দাঁতে দাঁত চেপে শুধু সময়ের অপেক্ষা করে গিয়েছেন। আর সেই প্রচেষ্টাই সম্ভবত ফ্লপের পিচে বার বার মুখ থুবড়ে পড়া কঙ্গনাকে সাফল্যের মুখ দেখাল। পাঁচ বছরে সবথেকে বড় ওপেনিং দিলেন অভিনেত্রী-প্রযোজক। স্যাকনিক ডট কম-এর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী,’এমার্জেন্সি’র প্রথম দিনের আয় ২.৩৫ কোটি টাকা। বলিউডের অন্যান্য সিনেমার ব্যবসার তুলনায় অঙ্কটা নস্যি হলেও কঙ্গনার জন্য কিন্তু কপাল ফেরাল। কারণ এর আগে ‘তেজস’ সর্বসাকুল্যে মোটে ১.২০ কোটি আয় করেছিল। ২০২২ সালে ‘ধাকড়’ পয়লা দিনে ব্যবসা করে মাত্র ৫৫ লক্ষ টাকার। শেষবার ২০১৫ সালে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমার ওপেনিং ডে-তে ৮.৮৫ কোটির মুখ দেখেছিলেন কঙ্গনা রানাউত। এবার ‘এমার্জেন্সি’ সেই মার্জিনে তুলনামূলক কম ব্যবসা করলেও রিলিজের দিনই ২ কোটি টাকার ব্যবসা করল।’
গত কয়েক বছরে পর পর ৫টি ছবি ফ্লপ কঙ্গনার। ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো দেখতে পারেনি। তেইশের সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এর আগে কঙ্গনার ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’, ‘পাঙ্গা’র মতো সিনেমাও হিটের মুখ দেখেনি। ‘তেজস’-এ যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগাতে পারেননি! বক্স অফিসের ককপিটে ব্যর্থ উড়ান নিয়েই রাজনীতিতে যোগ দিয়েই ভোটে লড়ে সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাউতের। এবার শত বিতর্ক পেরিয়ে তাঁর ‘এমার্জেন্সি’ যখন মুক্তির আলো দেখল, তখন পয়লা দিনেই ঝকঝকে মার্কশিট হাতে পালেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.