Advertisement
Advertisement
Jeet

মাঝরাতেই ফাটল বোমা, পুড়ল বাজি! বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়লেন জিৎ, সুপারস্টারের জন্মদিনে হইচই

কেউ বলছেন জিৎ আমার গুরু, কেউ বলছেন জিৎই সেরা।

Fan celebrate Jeet birth day video goes viral
Published by: Akash Misra
  • Posted:November 30, 2024 1:53 pm
  • Updated:November 30, 2024 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন জিৎ আমার গুরু, কেউ বলছেন জিৎই সেরা। নায়কের বাড়ির সামনে মাঝরাত থেকেই ভক্তদের উল্লাস। জন্মদিনে প্রিয় নায়ককে একবার কাছ থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় জিৎ অনুরাগীরা। তবে জিৎ হতাশ করেননি। বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাতও নাড়ালেন। আর সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই, নেটিজেনরা বলছেন জিৎ যেন টলিউড বাদশা! এই বিষয়ে, অনেকে আবার শাহরুখের প্রসঙ্গও টানলেন। যেভাবে জন্মদিনে শাহরুখ ভক্তদের দর্শন দেন, জিৎও যেন তেমনটিই করলেন!

প্রতিবারই ৩০ নভেম্বর, জিতের জন্মদিনে তাঁর অনুরাগীরা হাজির থাকেন তাঁর বাড়ির সামনে। কেক, বেলুন, পোস্টার হাতে নায়ককে শুভেচ্ছাও জানান তাঁরা। এবারও তার অন্যথা হল না। প্রতিবারের মতো এবারও ভক্তদের দেখা দিলেন তিনি।

Advertisement

শুধু জনপ্রিয় নায়কই নয়, ভালো কমেডি করতেও পারেন, এমন সুনাম আছে ‘সুপার’ নায়ক জিতের (Jeet)। অধিকাংশ ছবিতে জিৎ অ্যাকশন হিরো হলেও তাঁর সংলাপ ডেলিভারি ও অভিনয়ের তলায় হালকা কমেডির ছোঁয়া থাকে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি বুমেরাং-এ তেমনই প্রমাণ দিয়েছেন জিৎ। নিজের ইমেজ ভেঙে বার বার চমক দিয়েছেন জিৎ। জন্মদিনেও সেই চমকের আশায় অনুরাগীরা।

বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম সুপারস্টার হলেন জিৎ। শনিবার পা দিলেন ৪৭ বছরে। বক্স অফিসে তাঁর ছবি মুক্তি পেলেই হইচই পড়ে যায় টলিপাড়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement