সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি সম্মান পায় পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ভারতে সদ্য মুক্তি পাওয়া এই ছবি কেড়ে নিয়েছে সমালোচক থেকে দর্শকদের প্রশংসা। এবার গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকায় জায়গা করে নিল পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’। সোমবার প্রকাশ্যে আসা গোল্ডেন গ্লোবের তালিকায় দেখা গেল, সেরা পরিচালক পায়েল কাপাডিয়ার নাম। সঙ্গে সেরা অ-ইংরেজি ছবির তালিকাতেও জায়গা করে নিয়েছে কানজয়ী এই ছবি।
মুম্বইয়ে থাকা দুই মালয়ালি নার্সের গল্প ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সংসারে বিরক্ত হয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়ে তারা। এর পরই ঘটে নানা ঘটনা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাণি কুস্রুতি, দিব্যা প্রভা এবং ‘লাপাতা লেডিজ’ খ্যাত ছায়া কদম। এবারে কানের সর্বোচ্চ সম্মান পাম ডি’ওর পুরস্কারের অন্যতম দাবিদার ছিল পায়েলের এই ছবি। তা না পাওয়া গেলেও ছবির ঝুলিতে রয়েছে গ্রাঁ প্রির মতো সম্মান।
নেটিজেনদের একাংশের বক্তব্য, যে সিনেমা কান চলচ্চিত্র উৎসবে এত বড় সম্মান পেল, দর্শকদের এত প্রশংসা পেল, সেই সিনেমাকে কেন অস্কারের জন্য বেছে নেওয়া হল না? অনেকেই ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। যদিও ‘লাপাতা লেডিজ’ সিনেমার নির্বাচনে অনেকেই খুশি। তাঁদের বক্তব্য ভারতের ‘গাঁয়ের বধূ’র এই সাধারণ কাহিনিই বিদেশি দর্শকদের মন জয় করবে। অফিশিয়ালি অস্কার দৌড়ে না থাকলেও, পায়েলের এই ছবি গোল্ডেন গ্লোবে টক্কর দেবে বিদেশের তাবড় পরিচালকদের সঙ্গে। এবার দেখার পালা কান জয় করে, গোল্ডেন গ্লোব ঝুলিতে ভরতে পারেন কিনা পায়েল। ২০২৫ -এর ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.