Advertisement
Advertisement
Govinda Sunita Ahuja

‘কোন মাই কা লাল গোবিন্দা আর আমাকে আলাদা করবে?’, ডিভোর্স ফাইল করে উলটো সুর স্ত্রী সুনীতার

আলাদা থাকেন, সম্পর্কে অবনতি! তবুও স্বামীকে নিয়ে সুর চড়ালেন সুনীতা আহুজা।

Govinda's Wife Sunita Ahuja BREAKS Silence On Living Separately
Published by: Sandipta Bhanja
  • Posted:March 1, 2025 4:19 pm
  • Updated:March 1, 2025 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি এবার পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে? বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা (Govinda, Sunita Ahuja)। এই জল্পনায় যখন তোলপাড় বলিউড, তখন এমন আবহেই মুখ খুললেন ‘হিরো নং ওয়ান’-এর স্ত্রী। মাস ছয়েক আগে নাকি নিজেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনীতা। এবার তাঁরই মুখে অন্য কথা। ডিভোর্স গুঞ্জনের মাঝেই সোজাসাপটা চ্যালেঞ্জ ছুঁড়লেন, “কোন ‘মাই কা লাল’ গোবিন্দার থেকে আমাকে আলাদা করবে দেখি?”

‘হিন্দি রাশ’ নামে বলিউডের এক সংবাদমাধ্যমের ক্যামেরাতে সুনীতা আহুজা জানিয়েছিলেন, ১২ বছর ধরে একা জন্মদিন পালন করেন তিনি। তিনি এবং গোবিন্দা দীর্ঘ দিন ধরে আলাদাও থাকেন। ডিভোর্সের জন্যই নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? এবার নিজেই ফাঁস করলেন তিনি। সুনীতার মন্তব্য, “আলাদা থাকি কারণ যখন গোবিন্দা রাজনীতিতে যোগ দিয়েছিলেন তখন বাড়িতে দলের নেতা-কর্মীরা আসা শুরু করেন। সেইসময় আমাদের মেয়েও বড় হচ্ছে। এখন যুবতী মেয়ে বাড়িতে, আমিও রয়েছি। দুজনেই ছোট ছোট প্যান্ট, শর্টস পরে থাকি। তাই আমরা বাড়ির সামনেই একটা অফিস নিয়েছিলাম। আমাকে গোবিন্দার থেকে কোন মাই কা লাল আলাদা করে, দেখি সামনে আসুক।” সুনীতার এহেন মন্তব্য দাবানল গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। সুনীতা মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় সুখী পরিবারের ছবি পোস্ট করেন। তবে মাস ছয়েক আগে গোবিন্দার পায়ে যখন গুলি লাগে, ঠিক তার আগেই নাকি সুনীতা আহুজা নিজে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন। তবে তাঁদের আইনজীবী ললিত বিন্দাল অবশ্য তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী। বলিউডের ‘হিরো নং ওয়ান’-এর দীর্ঘদিনের পারিবারিক বন্ধুও তিনি। ললিত সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে, “মাস ছয়েক আগেই সুনীতা এবং গোবিন্দা ডিভোর্স মামলা দায়ের করেছেন। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। আর ওঁরা একসঙ্গেই আজীবন থাকবেন।” সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি ছ’ মাস আগের চূড়ান্ত দাম্পত্য কলহের জেরেই কি গোবিন্দার পায়ে সেইসময়ে গুলি লাগে? যদিও অনেকে দুটো ঘটনাকে কাকতালীয় বলে দাবি করছেন! আইনজীবী ললিতের দাবি, “নিউ ইয়ারের সময়ে তো একসঙ্গে আমরা নেপালে পশুপতিনাথ মন্দিরেও গেলাম। গোবিন্দা এবং সুনীতার মধ্যে সবকিছু ঠিকই আছে। তাছাড়া, দাম্পত্য কলহের জেরে এসব তো সবার লেগেই থাকে। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। ভবিষ্যতেও একসঙ্গেই থাকবেন ওঁরা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement