ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির শুটিং শেষে গোটা টিমের সঙ্গে মজায় মেতেছিলেন অভিনেতা হর্ষবর্ধন রানে। র্যাপ আপ পার্টিতে যখন সবাই আনন্দে মেতে তখনই ঘটে গেল এক বিপত্তি। হিলিয়াম গ্যাস ভরা বেলুন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ছবির গোটা টিম। শোনা যাচ্ছে অভিনেতার নতুন ছবি ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’র শুটিং চলছিল। এই ছবিতে কাজ করছেন মুখ্যচরিত্রে হর্ষবর্ধন রানে ও সোনম বাজোয়া। সেই ছবিরই শুটিং শেষে ফ্লোরে ছোটখাটো একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই নাকি ফায়ার ক্র্যাকার ও হিলিয়াম গ্যাস ভরা বেলুন একসঙ্গে ফেটেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড।
ঠিক কী ঘটেছিল এদিন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, ” আমরা আনন্দ উদযাপনে মেতেছিলাম। আমাদের প্রত্যেকের জন্যই এটা খুব খুশির একটা মুহূর্ত ছিল। আসলে আমরা টানা পাঁচ দিন শুটিং করেছিলাম তাই প্রযোজনা সংস্থার তরফেই এই আয়োজন কর হয়। সবাই শুটিং শেষে আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমরা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা আমাদের প্রত্যেকের জন্যই একটা বড় শিক্ষা।”
অভিনেতা আরও বলেছেন, ” আমাদের প্রথমে প্ল্যান ছিল যে, আমরা ওই হিলিয়াম বেলুনগুলি হাতে নিয়েই কেক কাটবো। তারপর সেগুলি আকাশে উড়িয়ে দেব। কিন্তু শেষমুহুর্তে আমিই এই পরিকল্পনা পরিবর্তন করি। আমি বলি আমরা আগে কেক কেটে নিই তারপর বেলুনগুলো ওড়াবো। এবং ভগবানের অশেষ কৃপা আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তা না করে যদি আমরা হাতে বেলুন নিয়েই কেক কাটতে শুরু করতাম আর আগুন ধরে যেত তাহলে যে কী হত সেটাই ভাবছি আর ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি।” অভিনেতার ছবির শুটিং ফ্লোরের এই দুর্ঘটনার খবরে বিচলিত তাঁর অনুরাগীরা। হর্ষবর্ধন জানিয়েছেন, সোনমের ম্যানেজারের কপালে কিছুটা আঘাত লাগলেও টিমের বাকি সকলে সুস্থ রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.