Advertisement
Advertisement

Breaking News

মুক্তির দু’দিনেই লক্ষাধিক ভিউ ‘হইচই আনলিমিটেড’ টিজারের, কী বললেন দেব?

টিজারটি মিস করেননি তো?

‘Hoichoi Unlimited’ teacher score big on internet, this is what Dev thinks
Published by: Sulaya Singha
  • Posted:August 25, 2018 1:45 pm
  • Updated:August 25, 2018 1:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগে মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’-এর টিজার। আর দু’দিনের মধ্যেই এক লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছে ট্রেলারটি। এতেই স্পষ্ট এবার পুজোয় আরও একবার দর্শকদের মন জয় করতে প্রস্তুত সুপারস্টার দেব।

প্রতিবারের মতো এবার পুজোতেও একঝাঁক ছবি মুক্তি পাবে। আর তারই মধ্যে আদ্যোপান্ত কমেডি নিয়ে আসছেন নায়ক-প্রযোজক দেব। কবীরের মতো সিরিয়াস ছবির পর দেবের ঝুলি থেকে বেরোতে চলেছে প্রাণখোলা দমফাটা হাসির ছবি। পরিচালক, অনিকেত চট্টোপাধ্যায়। ঝকঝকে লোকেশন আর তারকাদের ভিড়ই এই টিজারের ইউএসপি। টিজারেই দেব ইঙ্গিত দিয়ে রাখলেন শুধু কমেডি নয়, থাকছে অ্যাকশন-রোমান্স-ড্রামা-বন্ধুত্ব, সবই। সেই একই সোয়্যাগে ধরা দিয়েছেন দেব।

Advertisement

[অসুস্থ পরিচালক, পিছিয়ে গেল ‘হেলিকপ্টার ইলা’-র মুক্তি]

ছবির কাহিনি আবর্তিত হয়েছে চার নায়ক ও পাঁচ নায়িকাকে কেন্দ্র করে। এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তার স্ত্রী (কৌশানী) অতি রক্ষণশীল। সর্বক্ষণ পুজোপাঠ নিয়ে ব্যস্ত, আর এটাই উত্তীয়ের জীবনের সমস্যার কারণ। প্রোমোটার বিজন (খরাজ)-এর আবার দুই স্ত্রী। কিন্তু কেউই আবার কারও অস্তিত্বের কথা জানে না। এই দুই স্ত্রীর চরিত্রে দেখা যাবে কনীনিকা ও মানসী সিনহাকে। পাছে বিজনের এই দুই স্ত্রী একে অন্যের বিষয়ে জানতে পেরে যায়, তাই সর্বক্ষণ দুশ্চিন্তায় ভোগে বিজন, রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদার (শাশ্বত) অবিবাহিত। তার জীবনে সমস্যার এক অন্যতম কারণ এক গুণ্ডা (সুদীপ্তা)। সে মাঝেমধ্যেই বাড়ি এসে বাড়িটা তাকে লিখে দিতে হুমকি দেয়। আজমল খান (অর্ণ) গ্যারাজ মেকানিক। তার স্ত্রী অভিনেত্রী হতে চায়। এই চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা। আজমলের স্ত্রী মনে করে এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার উপযুক্ত নয়। সকলেই নিজেদের জীবনে অবসাদে ভোগে। এমন অবস্থায় তারা উজবেকিস্তানে বেড়াতে যায়। সেখানে গিয়ে তাদের সঙ্গে আলাপ হয় গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে। আর তারপর ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে।

Advertisement

[বাজপেয়ীর প্রয়াণে শোকবার্তা দিতে গিয়ে নেটদুনিয়ার রোষের পাত্র সলমন]

ছবির পোস্টার প্রকাশ্যে আনার পর থেকেই বাঙালি দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। জামাই লুকে দেখা গিয়েছিল অভিনেতা প্রযোজককে। টিজার মুক্তির পর সেই উত্তেজনা আরও বাড়ল। তাঁর নাচের ঝলক আর কমেডির তর্কা মিলেমিশে সিনেপ্রেমীদের মন ভরাতে পারবে কিনা, তা জানা যাবে ১২ অক্টোবর ছবি মুক্তির পর। তবে দেব জানালেন, ২৮ আগস্ট মুক্তি পাবে ‘হইচই আনলিমিটেড’-এর নতুন গান ‘সুজন মাঝি রে’। গানটি তাঁর অত্যন্ত পছন্দের। আর এ গান শুনলে মন নেচে উঠবেই। অর্থাৎ টিজারের পর গানেও যে থাকবে চমক, সে ইঙ্গিতই দিয়ে রাখলেন টলিউডের হার্টথ্রব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ