সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ‘নাদানিয়া’ সিনেমার সুবাদে বলিউডে অভিষেক ঘটেছে নবাবপুত্রের। দর্শক, সিনেসমালোচকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা। ‘ডেবিউ’ ছবিতে ইব্রাহিম আলি খানের (Ibrahim Ali Khan) অভিনয় যে আতসকাচের তলায় থাকবে, সেটাই স্বাভাবিক। একাংশের কাছে প্রশংসা কুড়লেও, অনেকে আবার সইফপুত্রের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ছুড়েছেন! সেই আবহেই এক পাকিস্তানি সিনে সমালোচক কড়া ভাষায় ইব্রাহিমের নিন্দে করেছিলেন। শুধু তাঁর অভিনয় দক্ষতা নিয়েই প্রশ্ন তোলেননি, এমনকী নাকের গড়ন নিয়েও খোঁচা দিয়েছেন। যা নজরে আসতেই পালটা কথা শোনাতে পিছপা হলেন না নবাবপুত্র।
ইব্রাহিম ওই পাকিস্তানি সিনেসমালোচকে উদ্দেশে লেখেন, ‘তামুর নামটা অনেকটা তৈমুরের মতোই। আপনি আমার ভাইয়ের নামটা পেয়েছেন, তবে কী পাননি জানেন? ওর মতো সুন্দর মুখ। আপনার মুখটা ঠিক আবর্জনার স্তূপ! কোথায় কী বলতে হয়, সেই জ্ঞান নেই আপনার। নিজের কথা নিজের কাছে রাখতে পারেন না। আপনার কথাগুলো আপনার মতো আবর্জনা। কুৎসিত দেখতে আপনি। আপনার জন্য আর আপনার পরিবারের জন্য কষ্ট হচ্ছে আমার। কোনওদিন যদি আপনাকে রাস্তায় হাঁটতে দেখি, আপনার মুখ বদলে দেব, আরও কুৎসিত বানিয়ে দেব, বলে দিলাম।’
ইব্রাহিম আলির তরফে এহেন ঝাঁজালো কথা শুনেও দমে যাননি ওই পাকিস্তানি সিনেসমালোচক। বরং আরও একধাপ এগিয়ে বলেন, ‘এই তো এবার একদম ঠিক আছে। পর্দাতেও আপনাকে এমন ঝাঁজালো অবতারেই দেখতে চাই। ওই টিপিক্যাল নকল কর্নেটো আইসক্রিমের মতো ন্যাকা ন্যাকাভাবে আপনার অভিনয় দেখতে চাই না।’ এরপরই ওই পাক সিনেসমালোচকের উপদেশ, ‘তবে হ্যাঁ, ওই নোস জবের কথাটা কুৎসিত রসিকতা ছিল, মানছি। তোমার বাবার অনেক বড় ভক্ত আমি। ওঁর নামটা ডোবাবেন না।’ তবে ইব্রাহিম আলির পাশে দাঁড়িয়ে ওই পাক সমালোচককে ধুয়ে দিতে ছাড়েনি ভারতীয় নেটিজেনরা। একাংশের কথায়, ‘আপনি ইব্রাহিমের অভিনয় নিয়ে কথা বলতে পারতেন, চেহারার গড়ন নিয়ে সমালোচনা করার আপনি কে?’ কারও মত, ‘আগে পাকিস্তানের তারকাদের চেহারা নিয়ে কথা বলুন। তারপর ভারতের বিনোদুনিয়া নিয়ে নাক গলাতে আসবেন।’
সিনেইন্ডাস্ট্রিতে অভিষেকের আগেই একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। সৌজন্যে তাঁর ‘প্রেম প্রেম বাতিক’! নানা সময়ে নানা মহিলার সঙ্গে নাম জুড়েছে ইব্রাহিমের। বলিপাড়ার কান পাতলেই শোনা যায় ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প। কখনও খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবারও কখনও কোনও রহস্যময়ী নারী। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে তাঁকে। রবিনা ট্যান্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেও তাঁর দারুণ বন্ধুত্ব। তবে ইব্রাহিমের মনের গোচরে কে রয়েছেন? সেই উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.