Advertisement
Advertisement
Iman Chakraborty at Maha Kumbh 2025

মহাকুম্ভে গান শোনাতে চললেন ইমন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র লেখা গেরুয়া শাড়িতে মঞ্চ মাতাবেন গায়িকা

ইমন, সৌরেন্দ্র-সৌম্যজিতের উপস্থিতিতে প্রয়াগরাজে একটুকরো বাংলা।

Iman Chakraborty performance at Maha Kumbh 2025
Published by: Sandipta Bhanja
  • Posted:February 19, 2025 9:26 pm
  • Updated:February 19, 2025 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ জানুয়ারি মহাকুম্ভে অনুষ্ঠান করার কথা ছিল ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। তবে পদপিষ্টের ঘটনার জেরে সেই অনুষ্ঠান বাতিল হয়। এবার উৎসবের একেবারে অন্তিম লগ্নে প্রয়াগরাজে স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে উড়ে গেলেন গায়িকা। বৃহস্পতিবার মহাকুম্ভের (Maha Kumbh 2025) অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি।

প্রায় এক মাস আগে থেকে মহাকুম্ভ ২০২৫-এর প্রস্তুতি শুরু করেছিলেন ইমন চক্রবর্তী। এবার সেই স্বপ্নপূরণ। তবে ইমনের সাজপোশাকেও রয়েছে চমক। পোশাকশিল্পী অভিষেক রায় রয়েছেন এর নেপথ্যে। তিনি আগেভাগেই জানিয়েছিলেন যে, গেরুয়া বসনে সাজবেন ইমন। আর তাঁর শাড়ির পাড়ে লেখা থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। লক্ষ্মীবারে প্রয়াগরাজের অনুষ্ঠানে সেই শাড়িতেই দেখা যাবে ইমনকে। বুধবার বিমান থেকেই স্বামী নীলাঞ্জনের সঙ্গে সেলফি তপলে পোস্ট করেছেন তিনি। গায়িকার মন্তব্য, “যাই একটু কুম্ভ মেলায় গান শুনিয়ে আসি। আগামীকাল আমাদের মহাকুম্ভে পারফরমেন্স আছে। সঙ্গীত নাটক একাডেমিকে এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।” ইমনের আরেকটি পোস্টে দেখা গেল সঙ্গীতশিল্পী জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎকে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে গাইবেন তাঁরাও। উৎসবের একেবারে অন্তিম লগ্নে বাংলার সঙ্গীতশিল্পীদের উপস্থিতিতে প্রয়াগরাজ যেন একটুকরো বাংলা।

Advertisement

Iman Chakraborty gave befitting reply to trolls on Hindi song row

১৪৪ বছরের মহাযোগ শেষ হতে চলেছে শিবরাত্রির পুণ্যতিথিতে। আর সেই দিনই মহাকুম্ভের (Maha Kumbha 2025) সমাপ্তি। তার প্রাক্কালেই মহাকুম্ভে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেক তারকাই। রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা কুমারের মতো টলিউডের একাধিক তারকা ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন। পরিচালক অরিন্দম শীলও স্ত্রী শুক্লার সঙ্গে পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। সম্প্রতি শশব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে মহাকুম্ভে পৌঁছে গেলেন অপরাজিতা আঢ্যও। প্রসঙ্গত, আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ (Maha Kumbh 2025) জমজমাট ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement