Advertisement
Advertisement

Breaking News

Pushpa 2 Director

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর হানা, আল্লুর পর বিপাকে সুকুমার! ট্যাক্স ফাঁকি দিয়েছেন?

'পুষ্পা ২'র ক্যাশবাক্সে ১৫০০ কোটি! বিপুল লক্ষ্মীলাভই কি কাল হল?

Income Tax Raids At Sukumar's House And Office, Pushpa 2 Director Rushes Home
Published by: Sandipta Bhanja
  • Posted:January 22, 2025 4:43 pm
  • Updated:January 22, 2025 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগে থেকেই একের পর এক বিতর্ক সঙ্গী হয়েছে ‘পুষ্পা ২’র। কখনও প্রিমিয়ারে পদপিষ্ট অনুরাগীর মৃত্যুতে একরাতের কারাবাস হয়েছে আল্লু অর্জুনের, আবার কখনও বা রাজপুত সম্প্রদায়কে অপমানের অভিযোগে বয়কটের ডাক উঠেছে। তবে নিন্দা, বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে ১৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘পুষ্পা ২’। আর সেই বিপুল লক্ষ্মীলাভই কি কাল হল? ২২ জানুয়ারি, সাত সকালে পরিচালক সুকুমারের (Pushpa 2 Director Sukumar) বাড়িয়ে হানা দেয় আয়কর বিভাগ।

জানা গিয়েছে, ঘণ্টা খানেক ধরে ‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে। এইসময়ে হায়দরাবাদে বিমানবন্দরে ছিলেন সুকুমার। খবর পেয়ে, পরিচালককে বিমানবন্দর থেকে নিজের বাড়িতে নিয়ে আসে আয়কর বিভাগের আধিকারিকরা। তারপরই জিজ্ঞাসাবাদ চলে ঘণ্টাখানেক ধরে। যদিও কেন আয়কর বিভাগের তরফে অভিযান চালানো হয়েছে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফেও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কর ফাঁকি দেওয়ার সন্দেহে আয়কর আধিকারিকরা সুকুমারের লেনদেনের নথিপত্র যাচাই করছেন।

Advertisement

‘পুষ্পা ২’ টিম যখন ১৫০০ কোটি ব্যবসার সাফল্যে মাতোয়ারা, ঠিক সেইসময়েই আয়কর হানা পরিচালক সুকুমারের বাড়িতে। জানা গিয়েছে, প্রযোজক দিল রাজুর সম্পত্তির খতিয়ানও যাচাই করেছে আয়কর বিভাগ। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক অনুরাগীর। যার জেরে আইনি জটিলতায় জড়ান দক্ষিণী তারকা। গত ডিসেম্বর মাসে জেলেও যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র সফরের ছাড়পত্র দিয়েছে নামপল্লী আদালত। এবার আরও বড় স্বস্তি পেলেন আল্লু। প্রতি রবিবার তাঁকে চিকারপল্লী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তার ভিত্তিতেই আল্লুর আইনজীবী সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি রবিবার হাজিরার নির্দেশ মুকুব করার জন্য পালটা আবেদন জানান। সেই প্রেক্ষিতেই নামাপল্লী আদালতের তরফে জানানো হয়, এবার থেকে প্রতি রবিবার আর থানায় হাজিরা দিতে হবে না। এবার আয়কর বিভাগের আতসকাচে ছবির পরিচালক-প্রযোজক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement